ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রমবর্ধন আয় বৈষম্য বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে : মেনন

প্রকাশিত: ০০:৫৬, ২২ মে ২০১৮

ক্রমবর্ধন আয় বৈষম্য বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে  :  মেনন

স্টাফ রিপোর্টার ॥ “ক্রমবর্ধন আয় বৈষম্য বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার ফলে দেশের যুব সমাজের মধ্যে সৃষ্টি হচ্ছে হতাশা। এই পরিস্থিতির ব্যাখ্যা করতে হলে এবং পরিবর্তনের পথ খুঁজতে কার্ল মার্কসের কাছে ফিরে যেতে হয় বার বার। এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, তেমনি বিশ্বের জন্যও সত্য। মঙ্গল জাতীয় প্রেসক্লাবে কার্ল মার্কসের জন্মবার্ষিকীর আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে “কার্ল মার্কস ও তাঁর তত্ত্বের প্রাসঙ্গিকতা” শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন পার্টির পলিটব্যুরো সদস্য অধ্যাপক সুশান্ত দাস। মেনন বলেন, পুঁজিবাদী বিশ্বের সংকট বুঝতে সে সব দেশের অর্থনীতিবিদরা কার্ল-মার্কসকে নতুন করে পাঠ করছেন। তাই তার জন্মের দু’শ বছর পরও মার্কস বিশ্বের জন্য, বাংলাদেশের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক। মার্কসবাদ কখনোই অপ্রাসঙ্গিক নয়। এটা আমাদের বোঝা ও চিন্তার দৈন্যতা। পৃথিবীতে যতোদিন শোষণ ও শ্রেণী দ্বন্দ্ব থাকবে, মার্কসবাদ ততোদিন প্রাসঙ্গিক থাকবে। সভায় সভাপতির বক্তব্যে মেনন আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে মানব মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের কথা বলা আছে- তাকেই বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। এবং সেটাই হবে মার্কসের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধান আলোচক হিসেবে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, যে বুর্জোয়ারা মার্কসকে বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসী বলেছিলেন তারাই ৯০ দশকের মাঝামাঝি সময়ে বলেছেন মার্কস জিনিয়াস। এমনকি বুর্জোয়াদের পত্রিকায় বিশেষ শিরোনাম দিয়েছিলো ‘মার্কস সহস্রাব্দের সেরা’। তিনি বলেন, বিশ্বায়নের নামে পুঁজিবাদীরা নব্য উপনিবেশ সৃষ্টির মাধ্যমে পৃথিবীর ইতিহাসকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মার্কসবাদী চেতনার মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রগতির চাকা ঘুরাবে, আবার পরিবর্তন আসবে। সভায় ইতিহাস গবেষক অধ্যাপক মেজবাহ কামাল বলেন, যতদিন শ্রমের সাথে পুঁজির দ্বন্দ্ব থাকবে, গ্রাম ও শহরের মধ্যে দূরত্ব থাকবে, উদ্বৃত্ত মূল্যের শোষণ অব্যাহত থাকবে ততোদিন কার্ল মার্কস প্রাসঙ্গিক থাকবেন। সামসুল হুদা বলেন, মার্কস অর্থনীতিবিদ ছিলেন না, কিন্তু অর্থনীতির মূল তত্ত্ব তিনিই আবিস্কার করেছেন। শ্রম শোষণের মাধ্যমে পুঁজির যে আকার বৃদ্ধির উদ্বৃত্ত তত্ত্ব তা মার্কস-ই প্রথম মানুষের সামনে তুলে ধরেন।
×