ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেলেই ভালো ছিলাম : গয়েশ্বর

প্রকাশিত: ০২:৪৪, ২২ মে ২০১৮

জেলেই ভালো ছিলাম : গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে আক্ষেপ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন জেলে ছিলাম, সেখানেই ভাল ছিলাম। কারণ বের হয়েও খালেদা জিয়ার মুক্তির জন্য তেমন কিছু করতে পারছি না। ভয়ের কারণে কথা বলি না আমরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত বিএনপির প্রয়াত নেতা এম শামসুল ইসলাম এবং জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে য়েশ্বর রায় বলেন, তদবির ও তোষামোদ করে পদ পাওয়া যায় কিন্তু জনগণের সালাম পাওয়া যায় না। সুতরাং কাজে নেমে পড়ুন। কাজ করলে সালাম পাওয়া যাবে। তাতে পদ লাগবে না। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটা যৌক্তিক আন্দোলন গড়ে তুলতে পারলে খালেদা জিয়া মুক্তি পাবেন। তিনি বলেন, জেলখানায় বসে দেখলাম নির্বাচন নিয়ে আমাদের ব্যস্ততা। আরে নির্বাচন নিয়ে তো ব্যস্ততা থাকবেই। কারণ বিএনপি তো নির্বাচনের দল। গয়েশ্বও বলেন, স্বাধীনতার ৪৬ বছর আগের পাকিস্তান সরকার আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্য নেই। তখনও মিছিলের ওপর পুলিশ গুলি করত এখনো আমাদের ওপর গুলি করছে পুলিশ। বরং তাদের থেকে বেশি করছে। তাহলে পাকিস্তানি পুলিশ আর আমাদের পুলিশের মধ্যে তফাত কোথায়? এরা জনগণের সেবক। কিন্তু তারা জনগণের সঙ্গে খবরদারি করে আর শেখ হাসিনার কাছে গেলে দলীয় লোকের মতো আচরণ করে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, প্রানমন্ত্রী বলেছেন খুলনার নির্বাচন আমি নিজে মনিটরিং করেছি। সত্য কথা বলেছেন। আবার বলেছেন, আমার ভাই (চাচাতো) শেখ হেলালও মনিটরিং করেছে। তার মানে ইসির ওপর হস্তক্ষেপ করা হয়েছে। খুলনার নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আমাদের একটা বার্তা দিয়েছেন। এটা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমাদের বিপদ আছে। গয়েশ্বর বলেন, শেখ হাসিনা অনেক শক্তিশালী সেটা আমি মনে করি না। তবে তার পেছনে যে শক্তি কাজ করে অনেকে বলেন ইন্ডিয়ার কথা। তাদের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক করার কথাও বলেন। কিন্তু শেখ হাসিনা আর ইন্ডিয়ার মধ্যে তো ভালো সংসার চলছে। সেই সংসারে ভাঙন ধরানো কি ঠিক হবে? সেই চেষ্টার থেকে বড় চেষ্টা হওয়া উচিত ভারতকে পরিষ্কার করতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করে কি না? তারা মনে করে কি না যে বাংলাদেশের মানুষ এই দেশের মালিক। যদি সেটা মনে করে তাহলে দেশের মানুষের কাছে সব থেকে অপছন্দের মানুষকে প্রতিষ্ঠিত করার কাজ থেকে তাদের বিরত থাকা দরকার। আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহিদী হাসান পলাশের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহমম্মাদ রহমাতুল্লাাহ প্রমুখ।
×