ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবদেহের ক্ষতিকর কেমিক্যাল বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত: ০২:৪৬, ২২ মে ২০১৮

মানবদেহের ক্ষতিকর কেমিক্যাল বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল বিক্রির দায়ে বাগেরহাটে দুই ব্যবসায়ীকে (দুই ভাই) এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের ফলপট্টি মোড়ের একটি দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। দোকান মালিক অমল নাগ ও তার ভাই হরিপদ নাগ জরিমানার এক লাখ টাকা পরিশোধ করেছেন। এ সময় তাদের মালিকানাধীন দোকানটি থেকে বিভিন্ন ফল ও দুধের ফ্লেভার যুক্ত প্রায় এক লাখ টাকার মূল্যের কেমিক্যাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ও মো. কামরুল হাসান। মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের ফলপট্টি মোড়ে অভিযানকালে একটি দোকান থেকে আম, লিচুসহ বিভিন্ন ফল ও দুধের ফ্লেভার যুক্ত কেমিক্যাল পাওয়া যায়। যার কোন বৈধ কাগজপত্র বা বিএসটিআই-এর (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন) অনুমতি নেই। খাদ্যদ্রব্য ব্যবহৃত ওই কেমিক্যালগুলো মানবদেহের জন্য ক্ষতিকর।
×