ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় সাড়ে ৫ কি:মি: লম্বা জার্মানীর পতাকা

প্রকাশিত: ০২:৪৬, ২২ মে ২০১৮

মাগুরায় সাড়ে ৫ কি:মি: লম্বা জার্মানীর পতাকা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সাড়ে ৫কি:মি: লম্বা পতাকা তৈরী করছেন মাগুরার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেন। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে সাড়ে ৩কিমি লম্বা জামানীর পতাকা তৈরীকারী আমজাদ হোসেন এবার আরো ২ কি:মি: বাড়িয়ে সাড়ে ৫কি:মি: লম্বা পতাকা তৈরী করছেন। জানাগেছে , মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেন ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের সময় সাড়ে ৩ কি:মি: লম্বা জার্মানীর পতাকা তৈরী করেন। সেই পতাকা দেখতে মাগুরায় আসেন জার্মানীর রাষ্ট্রদূত । মাগুরা বীর মুক্তিযোদ্ধা স্টেডিয়াম সেই পতাকা প্রদর্শন করা হয়। তাকে জার্মান ফ্যান ক্লাবের সদস্যপদ প্রদান করা হয়। এবছর ২০১৮ সালে রাশিয়ায় বিশ্ব্কাপ ফুটবল উপলক্ষে আমজাদ হোসেন তার পাতাকার মাপ আরো ২ কি:মি: বাড়াচ্ছেন। মেহেপুরে দর্জিবাড়িতে চলছে পতাকা তৈরীর কাজ । জার্মানীর সড়ে ৫ কি:মি: লম্বা পতাকা প্রদর্শন করা হকে ৫ জুন ২০১৮। আমজাদ হোসেন পেশায় একজন কৃষক।
×