ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে কারখানার বিষাক্ত পানিতে ২ লাখ পোনা মাছ ধ্বংস

প্রকাশিত: ০২:৫২, ২২ মে ২০১৮

ভৈরবে কারখানার বিষাক্ত পানিতে ২ লাখ পোনা মাছ ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ মঙ্গলবার বিকালে ভৈরব পৌর এলাকার নিউ টাউনে একটি পুকুরের ২ লাখ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। পুকুরের পাশের একটি সিলিকেট কারখানার বিষাক্ত বজ্র পানি পুকুরে প্রবেশ করে মাছ মরেছে বলে পুকুরের মালিক জাকির হোসেন ভুট্রো অভিযোগ করেন। মাছ মরে যাওয়ায় তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুট্রো জানান। খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরবপুর উত্তর পাড়া নিউ টাউন এলাকায় জাকির হোসেন ভুট্রো পুকুরে প্রতি বছর মাছের চাষ করেন। পুকুরের পাশেই রয়েছে একটি সিলিকেট কারখানা। কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় এর বিষাক্ত বজ্যপানি অপসারনে তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। গত কয়েক দিনে টানা বর্ষনে কারখানার বজ্যপানি রাখার গর্তটি ভরে তা পাশবর্তি পুকুরে প্রবেশ করে। এতে পুকুরের চার মাস বয়সি পোনা মাছ ভেসে উঠে। এলাকাবাসী সিলিকেট কারখানাটি আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবী করে আসছিল দীর্ঘ দিন ধরে । তবে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এব্যাপারে কারখানা মালিকর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মালিককে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ পুকুর মালিক এব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন বলে জনকণ্ঠকে জানিয়েছেন।
×