ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেরালায় নিপা ভাইরাসে এক সেবিকাসহ ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ মে ২০১৮

কেরালায় নিপা ভাইরাসে এক সেবিকাসহ ১০ জনের মৃত্যু

‘আমি এর মধ্যেই আমার পথে আছি, আমাদের সন্তানদের যতœ নিও’ নিপা ভাইরাসের আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক সেবিকার স্বামীকে লেখা শেষ কথা। হাসপাতালের বিচ্ছিন্ন একটি ইউনিটে মারা যাওয়ার আগে মাত্র ৩১ বছর বয়সী লিনি পুথুসেরি তার পরিবারের কাউকে শেষবারের মতো দেখারও সুযোগ পাননি। খবর এনডিটিভি। সোমবার মারা যাওয়ার পর নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় তড়িঘড়ি করে লিনির দেহ দাহ করে ফেলা হয়, তার পরিবারের সদস্যরা শেষ দেখাটিও দেখতে পারেননি। দুটি ছোট শিশু রেখেই পৃথিবী থেকে বিদায় নেন লিনি। তার একটি বাচ্চার বয়স সাত বছর অপরটির দুই। তার স্বামী দুবাই প্রবাসী। কেরালার কোঝিকোদের পেরামবারা হাসপাতালে ভর্তি ভাইরাসটিতে আক্রান্ত প্রথম রোগীদের চিকিৎসা দলের সদস্য ছিলেন লিনি। মৃত্যুশয্যায় স্বামীকে লেখা তার নোটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে। অনেকে নোটটি পড়ে কান্না ধরে রাখতে পারেননি।
×