ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেলিভিশন অনুষ্ঠান বানাবেন ওবামা দম্পতি

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ মে ২০১৮

টেলিভিশন অনুষ্ঠান বানাবেন ওবামা দম্পতি

চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে মার্কিন ভিডিওস্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। নেটফ্লিক্স জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি তাদের সঙ্গে ‘কয়েক বছর মেয়াদী একটি চুক্তিতে’ সম্মত হয়েছেন। ওবামা দম্পতি যেসব ‘চলচ্চিত্র ও সিরিজ’ বানাবেন তার মধ্যে ‘সম্ভাব্য’ হিসেবে ‘চিত্রনাট্যভিত্তিক সিরিজ, চিত্রনাট্যহীন সিরিজ, ডকু-সিরিজ, প্রামাণ্য ও কাহিনী চিত্র’ থাকতে পারে বলে নেটফ্লিক্সের বরাতে জানিয়েছে বিবিসি। তবে কী ধরনের অনুষ্ঠান বানানো হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ‘বারাক ও আমি সবসময়ই অনুপ্রাণিত করে এমন গল্প বলার ক্ষমতায় আস্থাশীল ছিলাম,’ বলেছেন মিশেল ওবামা। নেটফ্লিক্সে প্রচারের জন্য অনুষ্ঠান বানাতে ওবামা দম্পতি ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশনস’ নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছেন।
×