ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে মাদুরোর জয় যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ মে ২০১৮

নির্বাচনে মাদুরোর জয় যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের প্রত্যাখ্যান

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীদের বয়কট ও ভোট কারচুপির অভিযোগের মধ্যেই দ্বিতীয় মেয়াদে ছয় বছরের জন্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন দেশ প্রতিবাদ জানিয়েছে। মাদুরোর জয়ের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডাসহ ১৪টি দেশ কারাকাস থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। খবর বিবিসির। রবিবারের নির্বাচনের পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সঙ্কটের কারণে সৃষ্ট খাদ্য ঘাটতিতে থাকা ভেনিজুয়েলায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের হারও খুব কম ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার নাগরিকদের ওপর ‘দমনপীড়ন বন্ধে’ নতুন নির্বাচন দিতে মাদুরোর প্রতি আহ্বান জানিয়েছেন।
×