ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে দুই কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৭, ২৩ মে ২০১৮

সীতাকুণ্ডে দুই কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ শেষে মুখে বিষ ঢেলে ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ১৮ মে শুক্রবার মহাদেবপুর ত্রিপুরা পল্লীর সবতবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আবুল হোসেন নামের স্থানীয় এক বখাটে সাঙ্গপাঙ্গ নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই নৃশংস ও ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি রেখা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদা রেহানা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগর, পরিচালক-লিগ্যাল এ্যাডভোকেসি এ্যাড. মাকছুদা আখতার লাইলী। সংহতি বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি উইলিয়াম নকরেক। মানব বন্ধনটি পরিচালনা করেন পরিচালক-এ্যাডভোকেসি এ্যান্ড লবি জনা গোস্বামী। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা আদিবাসী দুই কিশোরী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। দেশে ক্রমাগত বেড়ে-চলা শিশু ও নারী ধর্ষণের ঘটনাগুলো উল্লেখ করে বক্তারা বিক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান যেন এই ক্রমবর্ধমান নারী নির্যাতনকে জাতীয় একটি দুর্যোগের মতো বিবেচনায় নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে। এই অপশক্তির কাছে ক্রমে যেন পুরো সমাজ ও দেশবাসী জিম্মি হয়ে পড়ছে। তারা বলেন, এ সমস্ত নৃশংস নারী নির্যাতন ও হত্যা চলতে থাকলে সরকারের উন্নয়ন কর্মকা- কোন সুফলই বয়ে আনবে না, নারীর অগ্রযাত্রা ব্যাহত হবে এবং দেশে ও সমাজে নিরাপত্তাহীনতার ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে। এখনই আমাদের সরকার, প্রশাসনসহ সমাজের সকল মানুষের সচেতন হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, গত ১৮ মে বিকেল ৩টার দিকে সীতাকু-ের জঙ্গল মহাদেবপুর ত্রিপুরা পাড়ার বাসিন্দা সুমন ত্রিপুরার ঘরে একই রশিতে সুমনের মেয়ে ছবি রানী ত্রিপুরা (১১) ও প্রতিবেশী ফলিন ত্রিপুরার মেয়ে সুকুলতি ত্রিপুরার (১৫) ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার দিন সকালে জুমচাষের জন্য সুকলতি ও তার বান্ধবী ছবিকে ঘরে রেখে তাদের বাবা-মা জুম চাষে পাহাড়ে চলে গিয়েছিলেন। হত্যাকা-ের শিকার কিশোরীদ্বয়ের পরিবার ও স্থানীয়দের দাবি, বখাটে যুবক আবুল হোসেন ও তার সঙ্গীরা দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দিতে তারা কিশোরীদের মুখে বিষ ঢেলে বসতঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। ত্রিপুরা পাড়ার লোকজন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান, গত একমাস ধরে স্থানীয় চৌধুরী পাড়ার ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেন সুকলতিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সুকলতি অসম্মতি জানালে আবুল হোসেন ক্ষিপ্ত হন। এ নিয়ে সালিশ বৈঠকে গ্রাম্য বিচারকরা আবুল হোসেনকে ভর্ৎসনা করলে সে আরও ক্ষিপ্ত হয় এবং সুকলতিকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। ইতোমধ্যে পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার করেছে।
×