ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকায় ৩ ঘণ্টার বেশি জলাবদ্ধতা থাকবে না ॥ এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৯, ২৩ মে ২০১৮

ঢাকায় ৩ ঘণ্টার বেশি জলাবদ্ধতা থাকবে না ॥ এলজিআরডিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চলতি বর্ষায় রাজধানী ঢাকায় তিন ঘণ্টার বেশি জলাবদ্ধতা থাকবে না বা বর্তমানেও থাকছে না বলে দাবি করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে বৃষ্টিতে রাজধানীর দুই একটি ব্যাড স্পট ছাড়া দুই ঘণ্টা থেকে আড়াই ঘণ্টার মধ্যে পানি সরে যাচ্ছে বলে জানান। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, ঢাকার আশপাশে ১৬টি খাল সংস্কারের জন্য ৫শ’ ৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছি। আমরা ১৬টি খালের দুই পাড় বেধে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দুই পাড়েই থাকবে ওয়াকওয়ে। যাতে করে কেউ আর দখল করতে না পারে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে করা হবে। প্রতিটি এলাকায় কমিটি করে এ কাজগুলো করা হবে। যাতে রক্ষণাবেক্ষণর দায়িত্বেও তারা থাকেন। যে কেউ যাতে খালের মধ্যে বস্তা এনে ফেলে দিয়ে বন্ধ করে দিতে না পারে এজন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে। কাজেই যে জলাবদ্ধতা এক শ’ বছর আগে শুরু হয়েছে সেটা তো হঠাৎ করেই শেষ করা যাবে না। এক্ষেত্রে ডিটেইল প্লান করে এর সমাধানের চেষ্টা করতে হবে।
×