ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়র তালুকদার খালেকের স্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৩:৫৯, ২৩ মে ২০১৮

মেয়র তালুকদার খালেকের স্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে হাবিবুন নাহারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন চিত্রনায়ক সাকিল আহসান। সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপনির্বাচনে হাবিবুন নাহারকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তালুকদার আবদুল খালেক নির্বাচনে অংশ নিলে এই আসনটি গত ১০ এপ্রিল শূন্য হয়। এরপর গত ১৬ মে নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামীকাল ২৪ মে মনোনয়নপত্র জমাদানের শেষ সময়, ২৭ মে বাছাই ও ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৬ জুন ভোট অনুষ্ঠিত হবে।
×