ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেসিসি নির্বাচনে ৩ কেন্দ্রের অনিয়মের তদন্ত করছে ইসি

প্রকাশিত: ০৬:১১, ২৩ মে ২০১৮

কেসিসি নির্বাচনে ৩ কেন্দ্রের অনিয়মের তদন্ত করছে ইসি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে নির্বাচন কমিশনের তদন্ত টিম। মঙ্গলবার সকাল থেকে তিন কেন্দ্রের ভোট গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের তিন সদস্যের কমিটি। কেসিসি নির্বাচনে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসারের সভাকক্ষে কথা বলেন তারা। গত ১৫ মে ভোট স্থগিত হওয়া তিন কেন্দ্রে সেদিন কী হয়েছিল সেটি জানতে চেয়েছেন বলে জানান তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে ফিরে আসা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা। গত ১৫ মে কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ভোটগ্রহণ চলাকালে ২৪ নং ওয়ার্ডের ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের (একাডেমিক ভবন-২) এবং ৩১ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র ও একই ওয়ার্ডের লবণচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত ওই তিন কেন্দ্রে ভোট বন্ধের বিষয় তদন্ত করবেন কমিটির সদস্যরা। মঙ্গল ও বুধবার তাদের খুলনায় অবস্থানের কথা রয়েছে। তদন্ত কমিটির প্রধান নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান জানান, তদন্ত শেষে তারা নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবেন। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন উপ-সচিব মোঃ ফরহাদ হোসেন এবং সিনিয়র সহকারী সচিব মোঃ শাহ আলম। কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, গত ১৫ মে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।
×