ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির প্রতিবাদ, বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৬:১৩, ২৩ মে ২০১৮

চাঁদাবাজির প্রতিবাদ, বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির ডিপো ট্যাঙ্কলরির চালক ও শ্রমিকরা নারায়ণগঞ্জসহ ডিএমপির ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজিসহ নানা হয়রানির প্রতিবাদে পুরাতন মডেলের ট্যাঙ্কলরি (গাড়ি) দিয়ে বিমানের জ্বালানি তেলসহ অন্যান্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে তারা বিমানের জ্বলানি তেলসহ অন্যান্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। ট্যাঙ্কলরি শ্রমিকদের অভিযোগ, ডিএমপির ট্রাফিক পুলিশ ও নারায়ণগঞ্জের হাইওয়ে পুলিশ কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার নামে চাঁদা আদায় করছে। তারা চালকদের মারধর করে ডাম্পিংয়ের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এদিকে মঙ্গলবার দুপুর থেকে বিমানের জ্বালানি তেল ছাড়া অন্যান্য জ্বালানি তেল সরবরাহ শুরু হয়।
×