ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্জনে বিশ্বকাপ প্রস্তুতি নেইমারদের

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ মে ২০১৮

নির্জনে বিশ্বকাপ প্রস্তুতি নেইমারদের

স্পোর্টস রিপোর্টার ॥ ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জিততে মুখিয়ে আছে ব্রাজিল। এবার রাশিয়ায় ‘হেক্সা’ মিশনে যাবেন পেলের দেশের তারকারা। এবারের দলটি সবদিক দিয়ে ব্যালেন্সড হওয়ায় আশাবাদী বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকরা। এ লক্ষ্যে ব্রাজিলের চূড়ান্ত দলের সদস্যরা নিজ দেশে নির্জনে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে ২৩ জনের মধ্যে ১৭ জনই উপস্থিত আছেন। কুটিনহো, মিরান্ডা এবং এ্যালিসনকে বিশ্রাম দেয়া হয়েছে। আর বাকি তিনজন শনিবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলার পর দলের সঙ্গে যোগ দিবেন। এরা হলেন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো ও কাসেমিরো এবং লিভারপুল ফরোয়ার্ড রবার্টো ফিরমিনো। ভালভাবে নিজেদের প্রস্তুত করতে নিরিবিলি জায়গা বেছে নিয়েছে ব্রাজিল। সেখানেই নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত টিটের শিষ্যরা। সোমবার দলটির ক্যাম্প টেরেসোপলিসে যোগ দেন পিএসজি তারকা নেইমার। সেই সঙ্গে থিয়াগো সিলভা, ডগলাস কোস্টা এবং রেনাতো অগাস্টোও যোগ দিয়েছেন। এরপর থেকেই বাইরের কোন মিডিয়াকে ধারে কাছে ঘেঁষার অনুমতি দিচ্ছে না সেলেসাওরা। এ সংবাদটিও প্রচার হয়েছে সেলেসাওদের অফিসিয়াল মিডিয়া চ্যানেলের দ্বারা। ধারণা করা হচ্ছে, দলটির তারকা খেলোয়াড় নেইমারের ইনজুরি ও ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন এড়াতেই এ সিদ্ধান্ত। নেইমারের পুরো মনোযোগ রাশিয়াতেই রাখতে চায় ব্রাজিল। তবে দলটির কো-অর্ডিনেটর এডু গাসপার জানিয়েছেন, শুধু নেইমারকে নিয়েই ভাবছেন না তারা। তিনি বলেন, ‘আমরা শুধু নেইমারকে নিয়েই ভাবছি না। তিতের যোগাযোগ পরিকল্পনা সবার কথা চিন্তা করেই করা হয়েছে। শুধু নেইমার নয়।’ সাবেক আর্সেনাল এ তারকা আরও জানিয়েছেন, নেইমার এখনও তার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন এবং অচিরেই ফিট হয়ে উঠবেন। সবাই দলের ক্যাম্পে পৌঁছালেও কাসেমিরো, মার্সেলো এবং ফিরমিনো চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের কারণে এখনও ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে পারেননি। এছাড়া কুটিনহো, মিরান্ডা এবং এ্যালিসনকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে তারা অচিরেই দলের সঙ্গে যোগ দিবেন। আগামী রবিবার সেলেসাওরা লন্ডনে যাবে ক্রোয়েশিয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে। পরবর্তীতে তারা ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নেইমাররা। এর মাধ্যমেই নিজেদের বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ধারণা করা হচ্ছে, ম্যাচ দুটিতে নেইমার কিছু সময়ের জন্য মাঠে নামবেন।
×