ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েস্টহ্যামের নতুন কোচ পেলেগ্রিনি

প্রকাশিত: ০৭:০০, ২৩ মে ২০১৮

ওয়েস্টহ্যামের নতুন কোচ পেলেগ্রিনি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মৌসুমে নতুন কোচের অধীনে ইংলিশ প্রিমিয়ার লীগে নামবে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ক্লাবের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে আগামী মৌসুমে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যানুয়েল পেলেগ্রিনি। এবারের মৌসুম পর্যন্ত ওয়েস্টহ্যামের কোচ ছিলেন ডেভিড মোয়েস। ৬৪ বছর বয়সী পেলেগ্রিনি এর আগে বিখ্যাত ক্লাব রিভার প্লেট, ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ, মালাগা ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে চিলিয়ান এ কোচ মাঝে দুই বছর ছিলেন হেবেই চায়না ফরচুনের দায়িত্বে। কিছুদিন আগেই তিনি ক্লাবটির দায়িত্ব ছাড়েন এবং লন্ডনে আসেন আলোচনার জন্য। এবার প্রিমিয়ার লীগে ১৩তম অবস্থান নিয়ে শেষ করেছে ওয়েস্টহ্যাম। আর এ কারণেই স্কটিশ কোচ মোয়েসকে রাখতে তেমন ইচ্ছা দেখায়নি ওয়েস্টহ্যাম কর্তৃপক্ষ। যুগ্ম চেয়ারম্যান ডেভিড সুলিভান পেলেগ্রিনির ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এটা খুবই জরুরী বিষয় যে আমরা প্রিমিয়ার লীগ সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন একজনকে নিয়োগ দিতে পেরেছি। তার সঙ্গে সার্বিক সমঝোতায় পৌঁছেছি। তাকে স্বাগত জানাতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। তিনি বিশ্বের অন্যতম সম্মানী কোচদের মধ্যে সেরা। তিনি আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত এবং খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারেন। তিনি সেরা একটি স্কোয়াড গড়তে সক্ষম হবেন এবং বর্তমান স্কোয়াডের মধ্য থেকে সেরাটা বের করে আনবেন বলেই বিশ্বাস করি।’
×