ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাদ ফর্মে থাকা ইকার্ডি, মেসি বিশ্বকাপ জিততে মুখিয়ে আছেন- বললেন আর্জেন্টাইন কোচ সাম্পাওলি

ব্যথা ভোলার মিশনে চূড়ান্ত দল আর্জেন্টিনার

প্রকাশিত: ০৭:০২, ২৩ মে ২০১৮

ব্যথা ভোলার মিশনে চূড়ান্ত দল আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ সেই ১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার হাত ধরে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর কেটে গেছে ৩২ বছর। আর সোনার ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি আলবিসেলেস্তেদের। গতবার ব্রাজিল বিশ্বকাপে তীরে এসে তরী ডোবে। এবার তাই স্বপ্নের শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। এ লক্ষ্যে সুপারস্টার লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে দেশটি। সোমবার রাতে ঘোষিত দলে জায়গা হয়নি ইতালিয়ান সিরি’এ লীগে ইন্টার মিলানের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল করা স্ট্রাইকার মাউরো ইকার্ডির। এবারের মৌসুমে ইন্টারের হয়ে ইতালিয়ান লীগে ইকার্ডি ২৯টি গোল করেছেন। কিন্তু গত সপ্তাহে ঘোষিত ৩৫ জনের প্রাথমিক স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত মূল দলে জায়গা ধরে রাখতে পারেননি ২৫ বছর বয়সী এই তারকার। ২০১৩ সালের অক্টোবরে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয়েছিল ইকার্ডির। চার বছর আন্তর্জাতিক অঙ্গন থেকে বাইরে থাকার পরে গত বছর সেপ্টেম্বরে বিশ্বকাপের শেষ চারটি বাছাইপর্বের ম্যাচে তাকে আবারো জাতীয় দলে ডাকা হয়েছিল। ইন্টারের হয়ে চার মৌসুম খেলে ইতোমধ্যে অধিনায়কের আর্মব্যান্ডও পেয়ে গেছেন ইকার্ডি। নিজের প্রথম মৌসুমে ইতালিয়ান লীগে ২২ গোল, ২য় মৌসুমে ১৬ গোল, ৩য় মৌসুমে ২৪ গোল এবং শেষ হওয়া মৌসুমে ২৯ গোল করেছেন। তবে সাম্পাওলির কাছে হয়তো যুক্তি হিসেবে থাকতে পারে আর্জেন্টিনার জাতীয় দলে তার পারফর্মেন্স নিয়ে। আকাশী-নীলদের জার্সি গায়ে ৪ ম্যাচে খেলে গোলশূন্য ইকার্ডি। কিন্তু ইকার্ডির থেকে হিগুয়াইন, এ্যাগুয়েরো, দিবালার পারফর্মেন্স কতটা ভাল? এ প্রশ্নটা সামনে এসেই যাচ্ছে। আর্জেন্টিনা দলে সুযোগ পাওয়া হিগুয়াইন ২০১৭-১৮ মৌসুমে জুভেন্টাসের হয়ে লীগে করেছেন ১৬ গোল, তার আরেক সতীর্থ পাওলো দিবালা করেছেন ২২ গোল। আর্জেন্টিনার আক্রমণভাগের আরেক ফুটবলার সার্জিও এ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে লীগে করেছেন ২১ গোল। এমনকি গেল দুটি মৌসুমে শুধু লীগেই দিবালার থেকে ২০টি, হিগুয়াইনের থেকে ১৩টি এবং এ্যাগুয়েরোর থেকে ১২টি গোল বেশি করেও আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা হয়নি ইকার্ডির। দল ঘোষণার পর আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ জিততে মুখিয়ে আছেন দলের অধিনায়ক। সাম্পাওলি বলেন, আমি মনে করি মেসি খুবই আশাবাদী এবং বিশ্বকাপ নিয়ে মুখিয়ে আছে। শারীরিকভাবে সে এখন খুবই ভাল অবস্থানে আছে। তাড়াতাড়ি লীগ জিতে ফেলাটা এতে সহায়ক হিসেবে কাজ করেছে। তবে আমরা প্রস্তুতি ম্যাচগুলোর জন্য মেসিকে হিসেব করব না। কিন্তু আমি মনে করি বিশ্বকাপে সে ভালই করবে। সাম্পাওলি এও জানিয়েছেন বিশ্বকাপের জন্য একাদশ নির্বাচন করা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের একটি ধারণা রয়েছে। আমরা এখনও প্রথম ম্যাচটি থেকে বেশ দূরে রয়েছি। একাদশ এখন নির্বাচন করলেও এটি পরিবর্তন হবে, কারণ প্রতিদিনই সবকিছু বদলায়। বিশ্বকাপটা একটি চ্যালেঞ্জ যেখানে সবকিছু না থাকলে আপনার সমস্যা হবে। তবে সমস্যাগুলোকে নির্ভয়ে মোকাবেলা করতে হবে। ৩৫ সদস্যের দল থেকে কমিয়ে ২৩ সদস্যে নামানোটা অনেক কষ্টের ছিল সাম্পাওলির জন্য। এ জন্য তাকে চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে। এ প্রসঙ্গে আর্জেন্টাইন বস বলেন, ৩৫ জনের তালিকা থেকে আমরা একে অপরের দলের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ চালিয়েছি। এ পরিপ্রেক্ষিতে স্পষ্টই যে কেন আমরা এই ২৩ জনকেই নির্বাচন করেছি। আমরা মাঠের প্রতিটি এরিয়া নিয়ে বিশ্লেষণ চালিয়েছি। আমরা এতো বিশ্লেষণের পর এই দলটি নির্বাচন করেছি। সাম্পাওলির স্কোয়াডে বর্তমানে এ্যাগুয়েরো, বিলিয়া এবং মার্কাডো ইঞ্জুরিতে রয়েছেন। বিশ্বকাপের আগে ইনজুরিতে থাকলেও শুরুর আগেই তারা সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেছেন সাম্পাওলি। এ প্রসঙ্গে বলেন, আমি সবার দায়িত্ব নিচ্ছি যাদের আমি দলে নিয়েছি। এ্যাগুয়েরো এখন অনুশীলন শুরু করেছে। মার্কাডো অনুশীলন শুরু করবে এবং বিলিয়ার ব্যাপারে আমরা ভেবে দেখব যদিও আমি বুঝতে পারছি সে বেশি আনফিট নয়। এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নাইজিরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের সঙ্গে এক গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আলবিসেলেস্তোরা। আর্জেন্টিনা দল ॥ গোলরক্ষক- সার্জিও রোমেরো, উইলি কাবালেরো, ফ্র্যাংকো আরমানি, ডিফেন্ডার- গ্যাব্রিয়েল মার্কাডো, ফেডেরিকো ফাজিও, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, নিকোলাস টাগলাফিকো, জ্যাভিয়ের মাশ্চেরানো, মার্কোস আকুনা, ক্রিশ্চিয়ান আনসালডি, এডুয়ার্ডো সালভিও, মিডফিল্ডার- এভার বানেগা, লুকাস বিগলিয়া, এ্যাঞ্জেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজা, ফরোয়ার্ডÑ লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, সার্জিও এ্যাগুয়েরো, পাওলো দিবালা, ক্রিশ্চিয়ান পাভোন।
×