ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন

প্রকাশিত: ০৭:০৫, ২৩ মে ২০১৮

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফুটবলের জনক ইংল্যান্ড। ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দেবেন টটেনহ্যাম হটস্পারের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। এক বিবৃতিতে এফএ জানায়, দলের সঙ্গে আলোচনায় কেনকে ইংল্যান্ড দলের নেতৃত্বের ভার দেন কোচ গ্যারেথ সাউথগেট। কেনকে দলের দায়িত্ব দেয়ার ব্যাপারে সাউথগেট বলেন, ‘তার দুর্দান্ত কিছু ব্যক্তিগুণ রয়েছে। সে অতীব পেশাদার এবং একজন অধিনায়কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তারা প্রতিদিনই নতুন নতুন মানদ- তৈরি করে। তার মধ্যে আত্মবিশ্বাস আছে এবং মানও উঁচু। দলের জন্য এটা দারুণ একটা বার্তা যে, তাদের এমন একজন অধিনায়ক হয়েছে যে কিনা ধারাবাহিকভাবে ভাল করে বিশ্বের অন্যতম সেরা হওয়ার পথে রয়েছে।’ বিশ্বকাপে ‘ই’ গ্রুপে ১৮ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গ্রুপের অপর দুই দল পানামা ও বেলজিয়াম। বিশ্বকাপের জন্য প্রাথমকি দল ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ রবের্টো মার্টিনেজ। বিশ্বকাপের শেষ চারে যাওয়ার অন্যতম ফেবারিট দলে নেই এএস রোমার মিডফিল্ডার রাদজা নাইনগোলান। ২৮ জনের দলে ডি ব্রুইন, লুকাকু, হ্যাজার্ড ও কোম্পানির মতো বড় বড় নামগুলোর সবাই রয়েছে। বড় নামগুলোর সঙ্গে দলে রাখা হয়েছে এ মৌসুমে ক্লাব ফুটবলে মলিন দুই তারকা ক্রিস্টিয়ান বেনটেক ও নাসে চাদলি। তবে চমক হলো বেলজিয়ান দলে দেখা যেতে পারে হ্যাজার্ড ও লুকাকু ভাইদেরও। প্রাথমিক দলে আছেন থোর্গান হ্যাজার্ড ও জর্ডান লুকাকু। আর নাইনগোলান না থাকায় সমালোচনা হচ্ছে কোচের। সুযোগ না পেয়ে অবসর নিয়েছেন বেলজিয়াম তারকা নাইনগোলান। এক বছরের মধ্যে এ নিয়ে দুবার অবসর নিলেন নাইনগোলান। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলে না ডাকায় রাগ করে অবসর নিয়েছিলেন এই মিডফিল্ডার। পরে নবেম্বরে আবার ডাক পাওয়ায় অভিমান ভেঙ্গে ফিরেছিলেন। কিন্তু এবার বিশ্বকাপের দলে ডাক না পাওয়ায় পুরনো ক্ষোভ ফিরে এসেছে তার, ‘খুবই অনিচ্ছার সঙ্গে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। দেশের পক্ষে খেলার জন্য আমি সবসময় সর্বোচ্চ দিয়েছি। নিজের মতো হওয়া মাঝে মাঝে বিপদে ফেলে দেয়। আজ থেকে আমি দলের এক নম্বর সমর্থক।’ এদিকে বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ঘোষিত ৩২ সদস্যের দল থেকে কমিয়ে ২৪ জনের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ান কোচ জøাটকো ডালিচ। এবারের আসরে ক্রোয়েশিয়ার মূল লক্ষ্যই হলো নকআউট পর্ব নিশ্চিত করা। সেই লক্ষ্যে দলে তেমন কোন চমক নেই। লুকা মডরিচ, ইভান রাকিটিচ, মারিও মানদুকিচ ও ইভান পেরিসিচের ওপরই দলের মূল ভরসা নির্ভর করছে। ক্রোয়েশিয়ার গ্রুপ-ডি’তে আর্জেন্টিনা, নাইজিরিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে লড়বে।
×