ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএসজি নিয়ে দ্বিধায় বুফন!

প্রকাশিত: ০৭:০৫, ২৩ মে ২০১৮

পিএসজি নিয়ে দ্বিধায় বুফন!

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৭ বছর ধরে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে খেলেছেন। টানা সপ্তম শিরোপা জয়ের রেকর্ডেরও সাক্ষী হয়েছেন। ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইগি বুফন ইতোমধ্যেই ইতালি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। এবার হয়তো জুভেন্টাসও ছাড়া সময় হয়ে গেছে। ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তারদিকে হাত বাড়িয়েছে। বিষয়টি নিয়ে বেশ দ্বিধায় আছেন বুফন। শনিবার রাতেই জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। সিরি’এ লীগে ভেরোনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জুভেন্টাস। ১৭ বছর তুরিনের ওল্ড লেডিদের হয়ে গোলপোস্ট প্রহরা দেয়ার সময় ফুরিয়ে গেছে। এবার কী করবেন বুফন? পিএসজি তাকে নিতে বেশ আগ্রহী। এ বিষয়ে এ তারকা গোলরক্ষক বলেন, ‘পিএসজি? আমার সুস্থির হয়ে সবকিছু পর্যালোচনা করার জন্য সপ্তাহখানেকের প্রয়োজন। এসব সাধারণ কোন বিষয় নয়। ৪০ বছর বয়সে মুহূর্তের উত্তেজনায় কেউ কখনও কোন সিদ্ধান্ত নিতে পারে না। আমি কি ফ্রেঞ্চ বলতে পারি? না পারি না।’ পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি এর আগে যা বলেছেন তাতেই গুঞ্জন শুরু হয়েছে। তিনি জানিয়েছিলেন ফরাসী চ্যাম্পিয়নদের এক নাম্বার গোলরক্ষক আলফোনসে এ্যারেওলার স্থলাভিষিক্ত হতে পারেন বুফন। আল খেলাইফি এ বিষয়টি নিয়ে বলেন, ‘তিনি চমৎকার একজন গোলরক্ষক। তিনি খুবই কৌশলী এবং সত্যিকারের একজন ভদ্রলোক। আমি নিশ্চিত বিশ্বের সব ক্লাবই তাকে চাইবে। বিকেএসপি কাপ ফুটবলে সাইফ যুব দল চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ বিকেএসপি কাপ (অ-১৮) ফুটবল টুর্নামেন্টের খেলা শেষ হয়েছে। মঙ্গলবার ফাইনালে সাইফ যুব দল ১-০ গোলে সাইফ অ-১৮ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের জাকির জয়সূচক গোল করে। খেলাশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কর বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকাসহ রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার (৫ হাজার টাকা) পায় রানার্সআপ দলের জয়নাল আবেদিন দিপু। টুর্নামেন্ট সেরা (১০ হাজার টাকা) হয় একই দলের ফাহিম মোর্শেদ।
×