ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিলিতে পেঁয়াজের কেজি ১২ টাকা

প্রকাশিত: ০৭:২৫, ২৩ মে ২০১৮

হিলিতে পেঁয়াজের কেজি ১২ টাকা

চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় আবারও কমেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দাম ২ থেকে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকায়। আমদানিকারকরা জানান, রমজান উপলক্ষে ভারতের বিভিন্ন মোকাম থেকে পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু ভারতের অভ্যন্তরীণ যানজটে সেগুলো আটকা পড়ে। পরে যানজট কমে আসায় একসঙ্গে পেঁয়াজের অনেক ট্রাক দেশে প্রবেশ করে। এতে সময়মতো আমদানি না হওয়ায় এবং গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে পেঁয়াজ কম দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ৫৬টি ট্রাকে ১ হাজার ২শ টন পেঁয়াজ আমদানি হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×