ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাস খাদে পড়ে যুবক নিহত, এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ০৭:২৭, ২৩ মে ২০১৮

রাজধানীতে বাস খাদে পড়ে যুবক নিহত, এক ব্যক্তির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এদিকে বাড্ডায় ঋণগ্রস্ত হয়ে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া ত্রিমোহনী সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে মোঃ লাল মিয়া (৬০) ও তার ভাগ্নে মোঃ রাব্বিকে (৩০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত লাল মিয়া পেশায় মাছ ব্যবসায়ী। থাকেন বাড্ডার আফতাবনগর এলাকায়। তার ভাগ্নে রাব্বি ওয়ার্কশপ শ্রমিক। থাকেন খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায়। আহত রাব্বি জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ডেমরাগামী স্বাধীন পরিবহনের একটি বাসে রামপুরা ব্রিজ থেকে স্টাফ কোয়ার্টার যাচ্ছিলাম। এ সময় বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল। বাসটি মোস্তফা মাঝি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন মারা গেছে। আহত হয়েছেন অনেকেই। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, সকালে বনশ্রী থেকে ডেমরার দিকে যাওয়ার সময় শেখের জায়গা (মোস্তফা মাঝির মোড়) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্বাধীন পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে বাসটি ওপরে তুলে আনা হলে ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এসআই জুয়েল মিয়া জানান, এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, দুপুর পৌনে ১২টার দিকে ওই বাস দুর্ঘটনার খবর পান তারা। খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে বেলা দেড়টার দিকে বাসটি খাদ থেকে টেনে তোলেন। আত্মহত্যা ॥ রাজধানীর বাড্ডায় মোঃ সুমন (৩০) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বুগিগ্রামে। তিনি বাড্ডা পুরাতন থানা রোডের সালাম হাজীর বাসায় দুই ছেলে ও স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী হাসনা বেগম জানান, স্বামী সুমনের কাছে লোকজন অনেক টাকা পয়সা পাবে। এ নিয়ে তিনি টেনশনে থাকতেন। এরই জের ধরে মঙ্গলবার সকালে স্বামী সুমন বিষ করেন। পরে তার মৃত্যুর যন্ত্রণার গোঙ্গানীর শব্দ পেয়ে দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×