ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রমজানে সচিবালয়ের সামনে প্রকাশ্যে গাঁজা সেবন ॥ ৬ জনের কারাদণ্ড

প্রকাশিত: ০৮:১৭, ২৩ মে ২০১৮

রমজানে সচিবালয়ের সামনে প্রকাশ্যে গাঁজা সেবন ॥ ৬ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ কত্তো বড় সাহস! দেশজুড়ে চলছে মাদকবিরোধী ক্রসফায়ারের অভিযান। প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে গেছে মাদকের গডফাদাররা। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও রাজধানীর সচিবালয়ের সামনে কয়েক গজ দূরে দাঁড়িয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করছিল তারা তিনজন। তারা ভাবতেও পারেনি এদিন তাদের কপালে নেমে আসবে নগদ জেল। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কবলে পড়ে যায় তারা। পরিদর্শক কামরুল ইসলাম জানান, প্রকাশ্যে গাজা সেবন ও বিক্রির সময় তাদের হাতেনাতে ধরা হয়। একই সময় ঢাকা মেডিক্যালের সামনেও চালানো হয় অভিযান। এ দুটো অভিযানে তাদের ধরার পর তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে গাজা সেবনের কথা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা অপরাধ স্বীকারোক্তির দায়ে তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদ- প্রদান করেন। সেখান থেকে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, সারাদেশে একযোগে র‌্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযানেও তাদের টনক নড়েনি। সতর্ক হয়নি। উল্টো রমজানেও প্রকাশ্যে সচিবালয়ের মতো গুরুত্বর্পণ স্থানের সামনে দাঁড়িয়ে গাঁজা সেবন করার হিম্মত দেখিয়েছে তারা। এ ধরনের অভিযান রমজান মাসজুড়েই চলবে। কেউ রেহাই পাবে না। যাকেই পাওয়া যাবে মাদক সেবন ও পরিবহনে তাকেই ধরা হবে।
×