ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপের মহড়া ॥ পুলিশের লাঠিচার্জ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৮:২২, ২৩ মে ২০১৮

ডুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপের মহড়া ॥ পুলিশের লাঠিচার্জ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দু’গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে ও মহড়া দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র অসন্তোষের কারণে রাতের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েক শিক্ষার্থীকে আটক করেছে বলে শিক্ষার্থীরা দাবি করেছে। পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি তায়েবুর রহমান ও সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী সমর্থিত দু’গ্রুপের কর্মীরা মারমুখী অবস্থান করছিল। সোমবার সভাপতি সমর্থিত কয়েক কর্মী বিশ্ববিদ্যালয় গেট এলাকার ফটোকপি ব্যবসায়ী দুজনকে ক্যাম্পাসে ধরে নিয়ে চাঁদা দাবি করে। খবর পেয়ে সাধারণ সম্পাদক সমর্থিত অপর কয়েক কর্মী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এবং আটকৃতদের ছেড়ে দেয়ার দাবি জানায়। এ নিয়ে দু’পক্ষের মাঝে বাগ্বিত-ার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় সাধারণ সম্পাদক সমর্থিত কর্মী ইইই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন ও ওয়াফিক হোসেন এবং একই বর্ষের মেকানিক্যাল বিভাগের ছাত্র মিজানুর রহমান মিঠুন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পরদিন মঙ্গলবার ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই রমজান ও ঈদ উপলক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ
×