ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীর্ষ মার্কিন কূটনীতিককে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ ॥ মাদুরো

প্রকাশিত: ১৯:১১, ২৩ মে ২০১৮

শীর্ষ মার্কিন কূটনীতিককে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ  ॥ মাদুরো

অনলাইন ডেস্ক ॥ শীর্ষ মার্কিন কূটনীতিক ও তার ডেপুটিকে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি ওই কূটনীতিককে ৪৮ ঘন্টার মধ্যে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ জারি করেছেন। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নতুন অবরোধ আরোপ করে ওয়াশিংটন। আর এই পরিপ্রেক্ষিতে মার্কিন কূটনীতিককে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিলেন নিকোলাস মাদুরো। মঙ্গলবার ভেনেজুয়েলায় জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ওই ঘোষণা দিয়েছেন মাদুরো। উল্লেখ্য, গত রবিবার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচিন অনুষ্ঠিত হয়। আর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুদিনের মধ্যে মার্কিন শীর্ষ কূটনীতিককে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিলেন মাদুরো। ভেনেজুয়েলার জাতীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, মার্কিন সাম্রাজ্য এই দেশে আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। তোমাদের (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। ভেনেজুয়েলায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স টড রবিনসন ও তার ডেপুটি ব্রায়ান নারাঞ্জোকে ৪৮ ঘন্টার মধ্যে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দেন তিনি। সূত্র: আল-জাজিরা
×