ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হলো বাস চালকের পা

প্রকাশিত: ১৯:২২, ২৩ মে ২০১৮

রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হলো বাস চালকের পা

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় এক বাস চালক গুরুতরভাবে আহত হয়েছেন। বাসের চাকায় তার বাম পাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে। আহত বাস চালকের নাম ইসমাইল হোসেন (৪৭) । তিনি অনাবিল পরিবহনের চালক। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমাইলকে উদ্ধারকারী ট্রাফিক পুলিশের কনস্টেবল কাওসার মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে ইসমাইল নিজের বাসটি চালানো শেষ করে নেমে যান। এরপর যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হতে গিয়ে গুলিস্তানগামী রাইদা পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন। ওই বাসের চাকা তার বাম পায়ের ওপর দিয়ে চলে যায়। ইসমাইলের বাম পা উরু থেকে একেবারে থেতলে গেছে। নিম্নাঙ্গেও গুরুতর আঘাত লেগেছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
×