ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উপন্যাসিক ফিলিপ রুথের মৃত্যু

প্রকাশিত: ১৯:৩০, ২৩ মে ২০১৮

উপন্যাসিক ফিলিপ রুথের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পুলিৎজার জয়ী উপন্যাসিক ফিলিপ রুথ (৮৫) সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জীবনের শেষ মুহূর্তে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। লেখকের মুখপাত্র অ্যান্ড্রু ভাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লেখকের বন্ধু জুডিথ থারমান বলেন, সে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফিলিপ রুথকে। যুক্তরাষ্ট্রে বিংশ শতাব্দীর সবচেয়ে গুণী উপন্যাসিকদের একজন ছিলেন তিনি। ফিলিপ রুথ দুই ডজনের বেশি বই লিখেছেন।২০১২ সালের মধ্যেই নিজের লেখা সব বই পুনরায় পড়ে ফেলার পর ফিলিপ রুথ ঘোষণা দেন তিনি আর লিখবেন না।। তার সর্বশেষ বই 'নেমেসিস' প্রকাশিত হয়েছিল তারও দুই বছর আগে। ফিলিপ রুথের কয়েকটি উল্লেখযোগ্য বই হল 'গুডবাই', 'কলম্বাস অ্যান্ড ফাইভ শর্ট স্টোরিস', 'দ্য প্লস অ্যাগেইনস্ট আমেরিকা' ও 'এভরিম্যান'। আর না লেখার সিদ্ধান্ত গ্রহণের যুক্তি হিসেবে তিনি বলেন, 'যথেষ্ট হয়েছে, আর না। আমি আর এসব পড়তে চাই না, লিখতেই চাই না এবং এ নিয়ে আরও কথাও বলতে চাই না।' সূত্র: সিএনএন
×