ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ছয় ঘন্টায় রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত

প্রকাশিত: ২১:১৭, ২৩ মে ২০১৮

আজ ছয় ঘন্টায় রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার ভোর থেকে শরু হওয়া ঢাকার বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দুপুর ১২ সময়ও সম্পূর্ণরূপে নেমে যায় নি। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২ মিলিমিটার। গত ৩০ ঘণ্টার ৬৪ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় রাস্তাঘাটে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় নিম্নআয়ের, বিশেষ করে গার্মেন্ট কর্মীদের। পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাত সকালে নিজ কর্মস্থলে রওনা হওয়া শ্রমজীবীরা বৃষ্টিতে ছাতা মাথায় বের হলেও নিউ মার্কেটের সামনে এসে পানির কারণে আটকা পড়েন। তাদের কেউ কেউ কাপড় ভিজিয়েই পার হন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি নামতে শুরু করলে দুর্ভোগ কমতে থাকে। রাজধানীর আজিমপুর, মিরপুর, উত্তরা, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দেয়, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
×