ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ২২:১৪, ২৩ মে ২০১৮

ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে দুই আদিবাসী ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, প্রকাশনা সম্পাদক বাসুদেব মাহাতো, প্রচার সম্পাদক পলাশ পাহান, সদস্য অনিল গজার প্রমুখ। আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডার সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহীর জেলার সভাপতি শাহাজাহান আলী বরজাহান, জনউদ্যোগ রাজশাহীর ফেলো জুলফিকর আহমেদ গোলাপ, নবজাগরণ ছাত্র সমাজের উপদেষ্টা তামিম সিরাজী, এএইচআরডি রাজশাহীর সদস্য রত্না বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, গত ১৮ মে দুই ত্রিপুরা কিশোরীকে দিনে দুপুরে ধর্ষণ করে। ধর্ষণকারীরা পরে দুই কিশোরীকে হত্যা করে দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে রাখে। এই ঘটনায় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
×