ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২২:২১, ২৩ মে ২০১৮

নেত্রকোনায় হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া উপজেলার উলুয়াটি গ্রামের রুবেল মিয়াকে হত্যার দায়ে চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দ-প্রাপ্ত আসামীরা হল: উলুয়াটি গ্রামের স্বপন, জুয়েল, রাজধর ও এরশাদ মিয়া। আজ বুধবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা মামলাটির রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে আসামিরা ২০১৫ সালের ৬ আগস্ট রুবেল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে। পরে তার লাশ উলুয়াটি গ্রামের চান মিয়ার বীজ তলায় ফেলে রাখে। ঘটনার তিনদিন পর রুবেলের পিতা হাসিম উদ্দীন বাদী হয়ে স্বপনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ১৪ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
×