ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় থামছেনা খাল দখলের তান্ডব

প্রকাশিত: ২৩:৪৮, ২৩ মে ২০১৮

কলাপাড়ায় থামছেনা খাল দখলের তান্ডব

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ায় কোন কিছুতেই খাল দখল তান্ডব থামছেনা। উপজেলা প্রশাসন খাল দখল করে দেয়া বাঁধ অপসারনে মাইকিংসহ একটি ইউনিয়নে মতবিনিময় সভা করেছে। তারপরও দখলদারিত্ব চলছে। ফলে কৃষিকাজের ভবিষ্যত প্রতিকূল পরিবেশ ঠেকাতে ভূমিসহ উপজেলা প্রশাসনের উদ্যোগ চরমভাবে ব্যাহতের শঙ্কা দেখা দিয়েছে। সবজির চাষের সুখ্যাতি রয়েছে নীলগঞ্জ ইউনিয়নের। যেখানকার কৃষকের উৎপাদিত সবজি কলাপাড়ার গোটা উপজেলার চাহিদার অর্ধেকেরও বেশি যোগান আসে ওই ইউনিয়ন থেকে। যেখানে রয়েছে পেশাদার ধানসহ সবজির আবাদ করা অন্তত ১২ শ’ চাষী। এরা ১২ মাস কোন না কোন ফসল উৎপাদন করে আসছেন। অথচ ওই ইউনিয়নের কাছারি খাল, সুলতানগঞ্জ খাল, কামিনদ্দিনের খাল, পাখিমারা খাল, টুঙ্গিবাড়িয়া খাল, বাহের খাল, পকিয়ার খাল, তাহেরপুর খাল, বেভাজিয়া খাল, সাপুরিয়া খালসহ ১৮টি খালে অবৈধভাবে বাঁধ ও বন্দোবস্ত নিয়ে মাছ চাষ, পুকুর, বসতঘর নির্মাণ করে যে যার মতো করে দখল করে আছে। সরকারি খাল উদ্ধার করতে এবং কৃষিকাজের স্বার্থে ব্যবহারের সুযোগ সৃষ্টির জন্য ১৯ মে কৃষক, দখলদার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, স্বেচ্ছায় সরকারি খালের বাঁধ কেটে দেয়া না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিনের দখলদারিত্ব ঠেকাতে সকলকে এগিয়ে আসতে হবে। তবে সরকারি খাল যে কোন মূল্যে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় মনোভাব পোষন করেন তিনি।
×