ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০০:৩২, ২৩ মে ২০১৮

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’মাদক বিক্রেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার পীরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’আকতাবুল ওরফে আতাবুল (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ বুধবার ভোর ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাতারমারী ইক্ষু ফার্ম এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত আতাবুল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পড়ুয়া গ্রামের ভেলসা মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আতাবুলকে আটক করে। পওে আজ বুধবার ভোর ৪টার দিকে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। তারা পীরগঞ্জ উপজেলার ভাতারমারী ইক্ষু ফার্ম এলাকায় পৌঁছুলে অন্য মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আতাবুল নিহত হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান সামান্য আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
×