ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের স্প্রেড নির্দেশনা মানছে না ১১টি ব্যাংক

প্রকাশিত: ০১:২৭, ২৩ মে ২০১৮

কেন্দ্রীয় ব্যাংকের স্প্রেড নির্দেশনা মানছে না ১১টি ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও ঋণ ও আমানতের সুদের ব্যবধান ভঙ্গ করছে ১১ টি ব্যাংক। আমানতের বিপরীতে কম সুদ বিতরণ করে ঋণের বিপরীতে বেশি সুদ আদায়ের তালিকার শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। তারপরেই রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ঋণ ও আমানতের সুদহারের ব্যবধানে (স্প্রেড) ৫ শতাংশের ওপরে থাকা বিদেশি ব্যাংকগুলো হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন লিমিটেড, উরি ব্যাংক এবং এইচএসবিসি। বেসরকারি ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, মেঘনা ব্যাংক, মধুমতি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিদেশী খাতের ছয়টি ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের উপরে অবস্থান করছে। চলতি বছরের মার্চ মাস শেষে বিদেশী ব্যাংকগুলোর ঋণের ক্ষেত্রে ৮.৬৬ শতাংশ হারে সুদ আদায় করেছে। আমানতের বিপরীতে দিয়েছে মাত্র ১.৯২ শতাংশ। এতে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৬.৭৪ শতাংশ। এদিকে সার্বিকভাবে বেসরকারি ব্যাংকগুলোর স্প্রেড ৪.৩০ শতাংশ। আমানতের বিপরীতে ৫.৯০ শতাংশ সুদ দিয়েছে বেসরকারি ব্যাংকগুলো। অন্যদিকে ঋণের বিপরীতে আদায় করেছে ১০.২০ শতাংশ। তথ্যমতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমানতের বিপরীতে সুদ বিতরণ করেছে ১.৪৯ শতাংশ এবং ঋণের বিপরীতে সুদ গ্রহণ করেছে ৯.৯১ শতাংশ। যেখানে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৮.৪২ শতাংশ। ব্র্যাক ব্যাংক আমানতের বিপরীতে সুদ বিতরণ করেছে ৪.৮৩ শতাংশ এবং ঋণের বিপরীতে সুদ গ্রহণ করেছে ১২.০৮ শতাংশ। যেখানে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৭.২৫ শতাংশ। ডাচ-বাংলা ব্যাংক আমানতের বিপরীতে সুদ বিতরণ করেছে ২.৩৮ শতাংশ এবং ঋণের বিপরীতে সুদ গ্রহণ করেছে ৯.৩২ শতাংশ। যেখানে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৬.৯৪ শতাংশ। প্রকাশিত শেষ প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আমানতের বিপরীতে গড়ে ৪.৩৪ শাতাংশ এবং ঋণের ক্ষেত্রে ৭.৯৯ শাতাংশ আহরণ করেছে। যাতে গড় স্প্রেডের হার দাঁড়িয়েছে ৩.৬৫ শতাংশ।
×