ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ি ৫ মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ড

প্রকাশিত: ০২:৪০, ২৩ মে ২০১৮

টঙ্গীবাড়ি ৫ মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভ্রাম্যমান আদালত ৫ মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ডাদেশ দিয়েছে। বুধবার সকালে টঙ্গীবাড়ি থানা পুলিশের বিশেষ অভিজানে মাদকসেবীদের আটক করা হয়। পরে টঙ্গীবাড়ি উপজেলা ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: কাবিরুল ইসলাম খাঁন আটককৃতদের এই আদেশ দেন। আটককৃতরা হলেন শিলই ইউনিয়নের আব্দুল হক মাঝির ছেলে মো: সাইফুল ইসলাম, একই ইউনিয়নের মফিজুল মালের ছেলে সাকিল, মাকহাটি গ্রামের নুরুদ্দিনের ছেলে অনিক বেপারি, হাটখাঁন গ্রামের আব্দুল মজিদের ছেলে মান্নান, উত্তরদা গ্রামের হুমায়ন কবির। টঙ্গীবাড়ি থানার ওসি মো: ইয়ারদুস হাসান জানান আমরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমের নিদের্শে প্রতিদিন মাদকের বিরুদ্দে বিশেষ অভিজান পরিচালনা কলি। তারই ধারাবাহিকতায় ৫ মাদক সেবীকে আটক করি। আমাদের এই অভিজান অব্যাহিত থাকবে। টঙ্গীবাড়ি থানার ওসি ইয়ারদৌস হাসান, মাদক বিক্রেতা ও সেবকনকারীদের কোন প্রকার ছাট দেয়া হবেনা। তাই টঙ্গীবাড়ি থানা পুলিশও বরাবরের মত অভিযান চালিয়ে বুধবার উপজেলার বিভিন্ন এলাকা হতে ৫ মাদকসেবীকে গ্রেফতার করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতটির ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কাবিরুল ইসলাম খাঁন তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ডাদেশ দেন। আসামীদের গতকালই জেল হাজতে পাঠানো হয়েছে।
×