ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

প্রকাশিত: ০২:৪১, ২৩ মে ২০১৮

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী অলক কুমার পাল(৩৩) গুরুতর আহত হয়েছেন। তিনি পূজা উদযাপন পরিষদের বেমরতা ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে বেপরোয়া পিটিয়ে অচেতন অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকাকড়ি লুটে নেয়। এঘটনায় বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় ও সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্ত্তী সোনা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপদ ঘোষ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন ব্যানার্জী সহনেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্ভে অপরাধীদের আটকের দাবী করেছেন। আহত অলক পালের স্ত্রী চম্পা পাল জানান, ব্যবসায়ীক কাজ শেষে গভীর রাতে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ফতেপুর নামক স্থানে মিজান ফকির ও মিরুলের নেতৃত্বে ৫/৬ জনের একদল চিহ্নিত দুর্বৃত্ত রড ও লাঠি নিয়ে তার স্বামীর ওপর পরিকল্পিত হামলা চালায়। এসময় তিনি রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে বেপরোয়অ পিটিয়ে রক্তাক্ত অচেতন অবস্থায় ফেলে বীরদর্পে রেখে চলে যায়। এঘটনায় বাগেরহাটের পুলিশ সুপার ও সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সুপার পংকজ রায় জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। হামলাকারীদের দ্রুত আটকের চেষ্টা চলছে।
×