ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ পরিবারের ৩ সদস্য নিহত

প্রকাশিত: ০২:৫৪, ২৩ মে ২০১৮

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ পরিবারের ৩ সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে স্কুল-শিক্ষিকাসহ পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বুধবার দুপুর ২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামের হাফিজুর রহমান মোল্লার স্ত্রী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে মাদারীপুর জেলার চর মুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একামণি (২২) ও একামনির শিশুকন্যা মাইসা (৩)। একামনি মাদারীপুর শহরের শকুনী লেক এলাকার বাসিন্দা মিন্টু তালুকদারের স্ত্রী। নিহত সেলিনা বেগমের ভাগ্নে মোঃ নাদিম হাসান জানান, বুধবার দুপুরে সেলিনা বেগম তার মেয়ে, ছেলে ও নাতনীকে নিয়ে কাশিয়ানীর পারুলিয়া গ্রামের বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রাম থেকে রওনা দেন। ইজিবাইকযোগে তারা ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী এলাকায় পৌঁছিলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি ছিন্ন-বিচ্ছিন হয়ে রাস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সেলিনা বেগম ও নাতনী মাইসা নিহত হয়। মারাত্মক আহত অবস্থায় মেয়ে একামনি, ছেলে বিশাল ও ইজিবাইকের চালক কামরুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একামণি মারা যান। কামরুল ও বিশাল সেখানে ভর্তি রয়েছে। কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় স্কুল-শিক্ষিকা সহ ৩ জন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ২টি লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশ সদস্যরা আইনী প্রক্রিয়া চালাচ্ছেন।
×