ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে বনকর্মীকে পিটিয়ে বিতর্কিত যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০২:৫৫, ২৩ মে ২০১৮

রাঙ্গাবালীতে বনকর্মীকে পিটিয়ে বিতর্কিত যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ তহসিলদারকে লাঞ্ছিত করার মামলায় জেল থেকে বেরিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার যুবলীগ নেতা রিয়াজ হাওলাদার আবারও বিতর্কিত হলেন। এবার বন বিভাগের এক কর্মীকে পিটিয়ে গ্রেফতার হয়ে এলাকায় এ বিতর্কের ঢেউ তুলেছেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার মাত্র দুই মাস আগে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে (তহসিলদার) লাঞ্ছিত করেন। এ অভিযোগে তহসিলদার আবু জাফর সালেহ বাদী হয়ে মামলা করলে গ্রেফতার হন। জামিনে ছাড়া পেয়ে সে ঘটনার রেশ না কাটতেই বন বিভাগের কর্মীকে পিটিয়ে জখম করেন। এ ঘটনায় বুধবার রাঙ্গাবালী থানায় রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বন বিভাগের উপজেলার গঙ্গিপাড়া ক্যাম্পে কর্মরত আবুল হোসেন নামের বাগান মালি বাদী হয়ে এ মামলা করেন। মামলায় এদিনই পুলিশ রিয়াজকে গ্রেফতার করে। মামলার এজাহারে বাদী আবুল হোসেন উল্লেখ করেন, তিনি গত ১৯ মে বিকেলে বন বিভাগের উপজেলার গঙ্গিপাড়া ক্যাম্পের অধীনে ২০১৬-১৭ অর্থবছরে রাজার বাজারের দক্ষিণের বেড়িবাঁধের ওপর লাগনো গাছ পাহাড়া দিচ্ছিলেন। এ সময় আসামি রিয়াজ হাওলাদার তার পথরোধ করে কাজে বাঁধা দেয়। রিয়াজ বলে, ‘তুই ডিউটি করিতেছ কেন?’ এ কথা বলেই তার সরকারী পোশাক টেনে ছিড়ে ফেলে। এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মক জখম করে। এসময় তাকেসহ অফিসের কর্মকর্তাদের জীবন নাশের হুমকি দেয় রিয়াজ। আবুল হোসেন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই এ মামলা দায়ের করা হয়েছে। রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র জানান, বন বিভাগের বাগান মালিকে মারধরের মামলায় রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এরআগেও রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় ও দ্রুত বিচার আইনে মোট দুটি মামলা রয়েছে। এর একটি বিচারাধীন, আরেকটি তদন্তাধীন রয়েছে। একের পর এক ঘটনা ঘটিয়ে যুবলীগ নেতা রিয়াজ হাওলাদার এলাকায় বিতর্কের ঢেউ তুলেই চলছেন। যা এলাকাবাসীর আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।
×