ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অমিত দাস

অর্থগৃধ্নু ধূর্ত ধুরন্ধর

প্রকাশিত: ০৪:০০, ২৪ মে ২০১৮

অর্থগৃধ্নু ধূর্ত ধুরন্ধর

ভেবে পাই না কেন রমজান এলেই বাজারে রহস্যজনকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়? জানি পয়সার পিপাসা মানুষকে পাগল করে দেয়, মানুষকে পিশাচ বানিয়ে ফেলে। আর পিশাচের কাছে তো মানুষের ন্যায়-অন্যায় পাপ-পুণ্যেেবাধ ভাল-মন্দের কোন মূল্য নেই। তার নমুনা কিছুটা বাংলাদেশে বর্তমানে ব্যবসায়ীদের মাঝে দেখা যাচ্ছে। সুন্দরবনের বাঘ হয়ত কমে যাচ্ছে কিন্তু আমাদের সমাজে আজকাল নররক্ত পানকারী ব্যবসায়ীরূপী বাঘের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরা পাবলিকের কাছ থেকে জিনিসের দাম বেশি রেখে প্রকারান্তরে পাবলিকের রক্তই পান করছে। ব্যবসায়ীদের বিবেকের বাটখারা আজ বাংলার স্বল্পআয়ের ক্রেতা সাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ব্যবসার নামে। দোকানদারদের কাছে কোনকিছুর দাম জিজ্ঞেস করতে সাহস হয় না সবকিছু যেন আগুন। জিনিসে হাত দিতে গেলেই যেন হাত পুড়ে যাবে এমন অবস্থা। এই অসাধু বাটপাড় ব্যবসায়ীদের অজুহাতের কি কোন অভাব আছে? তারা বলে আমরা তো কমদামে জিনিস কিনতে পারি না বাজারে জিনিস না থাকলে আমরা কি আসমান থেকে এনে দেব? আর কমদাম রাখব? অগণিত মানুষের অপরিসীম কষ্টেও তাদের অন্তর কাঁদে না। তারা ব্যবসায়ী তারা বুদ্ধিমান। তারা জনগণের প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা করে। সেই সঙ্গে লোভ ও লাভের ধারালো চাকু দিয়ে দীন দুঃখী দরিদ্র অর্থনৈতিকভাবে অসহায় মানুষের পকেট কেটে ফেলতে চায় নির্মমভাবে। এসব অর্থগৃধœু ব্যবসায়ীরা পণ্যের সঙ্গে সঙ্গে কবেই যেন নিজের বিবেকটাকেও বিক্রি করে দিয়েছে তা তারা নিজেরাও জানে না। এরা কোনভাবেই মহৎ নয় এরা মুনাফাখোর। এরা ধার্মিক নয় ধনের দাস। এরা ধূর্ত ধুরন্ধর সময়ের সুযোগ নিতে চায়। এরা স্বার্থসন্ধানী এদের মতলব শুধু মানুষকে বেকায়দায় ফেলে দু’পয়সা হাতিয়ে নেয়া। সারাটা বছর এই বদব্যবসায়ীরা এই সময়টার জন্য তীর্থের কাকের মতো অধির আগ্রহে অপেক্ষা করে কবে রমজান শুরু হবে? দাম যাই হোক বেঁচে থাকতে হলে তো আমাদের খাদ্যসামগ্রী কিনতেই হবে তাদের কাছ থেকে চড়াদামে। এতে আমরা অসহায় আমজনতা যতই হিমশিম খাই আর হয়রান হই না কেন তাতে তাদের কিছু যায় আসে না এই দুষ্ট দুর্জনরা জনগণের কাঁধে যে দামদুর্যোগ চাপিয়ে দেয় সেটার দায় তারা কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। তাদের এই দুষ্কর্মের কোন ক্ষমা নেই। চন্দ্রনাথ ডিগ্রী কলেজ, নেত্রকোনা থেকে
×