ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্র পরিদর্শনে অনুমতি পেলেন দক্ষিণের সাংবাদিকরা

প্রকাশিত: ০৪:০৩, ২৪ মে ২০১৮

উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্র পরিদর্শনে অনুমতি পেলেন দক্ষিণের সাংবাদিকরা

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার দেয়া সাংবাদিক তালিকা গ্রহণ করেছে। সিউলের সঙ্গে দিনব্যাপী চাপান-উতোরের পর পিয়ংইয়ং সাংবাদিকদের এ তালিকা নেয় বলে বুধবার দক্ষিণের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে। খবর ওয়েবসাইটের। পারমাণবিক পরীক্ষা স্থগিতের প্রতিশ্রুতি পূরণে পুঙ্গি-রি কেন্দ্র ধ্বংস করা চাক্ষুস করতে বিভিন্ন দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও ওয়াশিংটন-সিউল যৌথ বিমান মহড়ায় ক্ষিপ্ত পিয়ংইয়ং দুই কোরিয়ার মধ্যে পরিকল্পিত বৈঠকের বাতিলের পাশাপাশি দক্ষিণের সাংবাদিকদের তালিকা নিতেও আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ভাল করার ক্ষেত্রে কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও উত্তর কোরিয়া যে পারমাণবিক পরীক্ষা নিয়ে তার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল, পুঙ্গি-রি কেন্দ্র ভেঙ্গে ফেলার কার্যক্রম দেখতে বিদেশী সাংবাদিকদের আমন্ত্রণ জানানোকে তার নিদর্শন হিসেবেই বিবেচনা করছেন পর্যবেক্ষকরা।
×