ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নয় মাসে ১২ হাজার ৭শ’ কোটি টাকার কৃষিঋণ বিতরণ

প্রকাশিত: ০৪:১১, ২৪ মে ২০১৮

নয় মাসে ১২ হাজার ৭শ’ কোটি টাকার কৃষিঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নয় মাসে কৃষিঋণ বিতরন হয়েছে ১৭ হাজার ৯৫২ কোটি ৮৯ লাখ টকা। যা ২০১৭-১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রার ৮৯ দশমিক ৩৫ শতাংশ। একই সময়ে আদায় হয়েছে ১১ হাজার ২৪২ কোটি ৩০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কৃষিঋণ বিতরণে চলতি বছরের লক্ষ্যমাত্রা রয়েছে ২০ হাজার ৪০০ কোটি টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রায়ত্ত ৮ বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে ৯ হাজার ৫৯০ কোটি টাকা। ৯ বিদেশী ব্যাংক বিতরণ করবে ৪৮৩ কোটি টাকা। আর বেসরকারী দেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ করবে ১০ হাজার ৩২৭ কোটি টাকা। অর্থবছরের জুলাই-এপ্রিল ৯ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ৮ হাজার ২৯৩ কোটি টাকা। আর দেশী-বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ৯ হাজার ৬৫৯ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব বাণিজ্যিক ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ২ দশমিক ৫ শতাংশ ঋণ পল্লী অঞ্চলে বিতরণ করতে হবে। পল্লী অঞ্চলে অর্থ সরবারহের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা ও খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করে। ২০০৯ সাল থেকে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা চালু করে এর সফলতাও পায়। তারই ধারাবাহিকতায় ২০১৬-১৭ অর্থবছরে বিতরণ হয় প্রায় ১৮ হাজার কোটি টাকা। এ বছর বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় ২০ হাজার ৪০০ কোটি টাকা। নয় মাসে কিছু ব্যাংক যেমন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিতরণ করেছে। আবার কিছু ব্যাংক কম বিতরণ করেছে।
×