ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে টিসিবির পণ্য নেই

প্রকাশিত: ০৪:১২, ২৪ মে ২০১৮

নীলফামারীতে টিসিবির পণ্য নেই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চলমান পবিত্র মাহে রমজানে নীলফামারীর কোথাও টিসিবির ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে না। বুধবার রোজার ৬ দিন অতিবাহিত হলেও টিসিবি অনুমোদিত এ জেলার ২৫ ডিলারের কেউই টিসিবি পণ্য রংপুর থেকে উত্তোলন করেননি। ফলে জেলার কোন স্থানে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায়নি। আমরা জানি সরবরাহ ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য আপদকালীন মজুদ গড়ে তোলা ও প্রয়োজন অনুসারে ভোক্তাদের মাঝে সাশ্রয়ী মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্বল্প মূল্যে পণ্য বিক্রয় করে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মূল্য তালিকায় টিসিবির পক্ষ থেকে প্রতিকেজি ছোলার দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা। বাজারে সবচেয়ে ভাল মানের ছোলা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ থেকে ৯০ টাকায়। বাজারে মসুর ডাল মানভেদে বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ১০০ টাকায়। টিসিবি নির্ধারিত মাঝারি সাইজের মসুরের ডালের দাম ৫০ টাকা। বাজারে ১০০ টাকা সোয়াবিনের লিটার হলেও টিসিবি দর ৮৫ টাকা লিটার। এ দামে তেল কিনতে একজন ক্রেতা ৫ লিটারের ক্যানের একটি প্যাকেজ কিনতে পারবে। যে প্যাকেজে ৫ লিটার তেলের সঙ্গে কিনতে হবে ২ কেজি ছোলা, ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৫০ টাকা দরে ১ কেজি মসুর ডাল। এ ছাড়া খেজুর ১০০ টাকা কেজি দরে ক্রেতা ক্রয় করতে পারবে।
×