ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারসাম্যহীন নারীর শিশুকে দত্তক নিলেন কৃষক দম্পতি

প্রকাশিত: ০৪:১৭, ২৪ মে ২০১৮

ভারসাম্যহীন নারীর শিশুকে দত্তক নিলেন কৃষক দম্পতি

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভজাত শিশুকে দত্তক নিলেন কৃষক দম্পতি। বুধবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার গুঙ্গিয়ারগাও গ্রামের কৃষক আব্দুর রহিম (২৮) ও তার স্ত্রী লুবনা আক্তার (২২) শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণ করেন। নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা প্রশাসন ওই নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর দেন। জানা গেছে, গত ২৬ মার্চ সকালে এক মানসিক ভারসাম্যহীন নারী খালিয়াজুরি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় এক ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু অজ্ঞাত ওই অপ্রকৃতস্থ নারী বুদ্ধিমত্তার অভাবে শিশুটিকে যথাযথভাবে লালন-পালন করতে পারছিলেন না। এ অবস্থায় একই গ্রামের সাবেক ইউপি সদস্যা সুফিয়া বেগম শিশুটির যতেœ এগিয়ে আসেন। তিনি শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে লালন পালন করতে থাকেন। এভাবে ১২দিন যাওয়ার পর তিনি বিষয়টি খালিয়াজুরির ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুকে জানান। বিষয়টি জানার পর ইউএনও সুফিয়া বেগমকে কিছু আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে তার হেফাজতেই যতœসহকারে রাখার দায়িত্ব দেন। এছাড়া ইউএনও মানসিক ভারসাম্যহীন ওই নারী এবং তার সন্তান জন্মদানের বিষয়টি উল্লেখ করে খালিয়াজুরি উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। এতে বিষয়টি জানাজানি হয়। ওই মাধ্যমে খবর পেয়ে শাল্লা উপজেলার গুঙ্গিয়ারগাঁও গ্রামের কৃষক দম্পতি আব্দুর রহিম ও লুবনা আক্তার শিশুটিকে দত্তক হিসেবে নিতে আসেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও এবং স্থানীয় ওসি হযরত আলী কিছু শর্ত সাপেক্ষে শিশুটিকে লিখিতভাবে ওই দম্পতির কাছে হস্তান্তর করেন।
×