ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউদিয়ার সেই ১৪১ যাত্রী ফিরেছেন

প্রকাশিত: ০৬:০৯, ২৪ মে ২০১৮

সাউদিয়ার সেই ১৪১ যাত্রী ফিরেছেন

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদে ফিরেছেন বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সাউদিয়ার ১৪১ জন বাংলাদেশী যাত্রী। বুধবার ভোর ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। নিরাপদে ফিরতে পারলেও এখনও আতঙ্ক কাটেনি তাদের। কত ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পেলেন সেই কাহিনী বারবার বলছিলেন তারা। হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে নামার পর স্বজনদের কাছে পেয়ে অনেকেই চিৎকার করে কাঁদছিলেন। হাসনাইন নামের এক যাত্রী বলেন, “৪ থেকে ৫ ঘণ্টা আমরা কিছুই বুঝিনি। বিমান নামার জন্যে বারবার চেষ্টা করেছে। এজন্য জেদ্দা বিমানবন্দরের চারপাশে কয়েক ঘণ্টা চক্কর দিয়েছে। এক পর্যায়ে দুবার অত্যন্ত নিচু দিয়ে উড়েছে। যাাতে টাওয়ার থেকে উড়োজাহাজের চাকা বা (নোজ গিয়ার) কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা বুঝা যায়। শেষ ত্রুটিপূর্ণ চাকা নিয়েই চরম ঝুঁকির মাঝে উড়োজাহাজটি ল্যান্ড করে। এ সময় সামনের চাকা বসে যায়। তাতে মুখ থুবড়ে পড়ে উড়োজাহাজটি। এরপর দ্রুত সব যাত্রীদেরকে নামিয়ে আনা হয়। হাসান নামের এক যাত্রী জানান, নামার সময় হুড়োহুড়িতে অনেকেই আঘাত পেয়েছেন। আমি নিজেও সামান্য আঘাত পেয়েছি। নেমে দেখি উড়োজাহাজটির সামনের চাকা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে অপর এক যাত্রী অনেকটা ক্ষোভের সঙ্গেই বলছিলেন, দুর্ঘটনার কারণ ত্রুটিযুক্ত পুরনো বিমান। এতে কোন সন্দেহ নেই। কিন্তুু আরও দুর্ভাগ্য যাত্রীদের- দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার কোন পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, মঙ্গলবার মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে চাকায় আগুন ধরে যায়। পরবর্তীতে জেদ্দা বিমানবন্দরে ৩ বারের চেষ্টায় জরুরী অবতরণ করে। আর সে অবতরণের মুহূর্ত ছিল ভয়াবহ, দুর্বিষহ ও শ্বাসরুদ্বকর। এমন দুর্ঘটনা থেকে সাধারণত যাত্রীরা এতটা রক্ষা পায় না। সৌভাগ্যের জোরেই দেড় শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে।
×