ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদেই মাদক সম্রাট রয়েছে ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:১০, ২৪ মে ২০১৮

সংসদেই মাদক সম্রাট রয়েছে ॥ এরশাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাটতো সংসদেই আছেন।’ তাদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন এরশাদ। বুধবার আইডিইবি ভবনে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। খবর ওয়েবসাইটের। এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। মাদক নির্মূলে আগামী অধিবেশনেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- বহাল রেখে আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ কর্মঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজটমুক্ত করব।
×