ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচনে মাঠ গোছাতে ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত: ০৬:১৫, ২৪ মে ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে মাঠ গোছাতে ব্যস্ত প্রার্থীরা

মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর ও নুরুল ইসলাম, টঙ্গী ॥ আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। দ্বিতীয় দফায় নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৮ জুন হতে দ্বিতীয়বারের মতো এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন প্রার্থীরা। নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার আরও এক মাস পর থেকে শুরুর কথা থাকলেও কোন প্রার্থীই বসে নেই তাদের নির্বাচনী প্রচার থেকে। তারা চুলচেরা বিশ্লেষণ করে মধ্যবর্তী সময়কে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠকে গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রতিদিনই তারা বিভিন্ন কৌশলে সভা ও গণসংযোগ করছেন ভোটার এবং কর্মী-সমর্থকদের সঙ্গে। বিশেষ করে এবারের নির্বাচনে মেয়র পদের হেভিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (নৌকা) ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ) হিসাব-নিকাশ করে প্রতিটি মুহূর্ত ও বিষয়কে কাজে লাগানোর চেষ্টা করছেন। হাইকমান্ডের নির্দেশে উভয় দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এ দুই প্রার্থীকে সহযোগিতা করছেন নানা পরামর্শ দিয়ে ও কৌশল নির্ধারণ করে। একাধিক কেন্দ্রীয় নেতা ধর্মীয়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে কৌশলে গণসংযোগ করছেন। দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বৈঠক করা ছাড়াও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত উভয় প্রার্থীই তাদের ভোটার ও কর্মী সমর্থকদের সঙ্গে প্রতিদিনই গণসংযোগ ও বৈঠক করছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। নির্বাচনে অন্য প্রার্থীরাও বসে নেই। তারাও প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের খোঁজে বাড়ি ও অফিস কারখানায় যাচ্ছেন এবং গণসংযোগ ও বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রায় সকল প্রার্থী নির্ধারিত সময়ের আগে থেকেই গণসংযোগ শুরু করলেও তারা প্রায়ই নানা কারণে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন। বুধবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি তার সংসদীয় নির্বাচনী আসনের গাজীপুরের জিরানী বাজার এলাকার ফরচুন প্লাজায় এক দোয়া মাহফিল অনুষ্ঠাণে যোগদেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমও ওই একই অনুষ্ঠাণে যোগ দেন। কর্মী-সমর্থক ও স্থানীয়দের সঙ্গে তারা সেখানে ইফতার করেন। ইফতারের আগে আলোচনায় মন্ত্রী বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের পতাকা তলে গণজোয়ার দেখতে পাবে দেশবাসী। মাননীয় প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করছেন। যে কারণে খুলনার মানুষ বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় উপহার দিয়েছে। আগামী ২৬ জুন গাজীপুর সিটির নির্বাচনেও নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে জাহাঙ্গীরের পক্ষে সকলের দোয়া ও সমর্থন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। এর আগে দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম জেলা শহরে দলের কেন্দ্রীয় ও জেলার কয়েক শীর্ষ স্থানীয় নেতার সঙ্গে বৈঠক করেন। এদিকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল নগরীর ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত একাধিক বৈঠকে যোগ দেন। সন্ধ্যায় তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের জামিয়া রাশেদিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা এবং ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি পরিবারে সব মানুষের মুখে হাসি ফোটাবে এই প্রার্থনা করি। ঈদের পর আনন্দমনে উৎসবমুখর পরিবেশে নেতারা ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকের জন্য ভোট চাইবেন। তিনি এই আহ্বান জানান। ইফতার-পূর্ব একাধিক আলোচনা অনুষ্ঠানে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জাহাঙ্গীরের জন্য দোয়া প্রার্থনা করা হয়। অপরদিকে ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবনে বুধবার নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, মীর হালিমুজ্জামান ননী, মেহেদী হাসান এলিস, মাহবুবুল আলম শুক্কুর প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় হাসান উদ্দিন সরকার টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন এতিমখানায় দোয়া মহফিলে অংশ নেন। পরে তিনি সেখানে ছাত্রদের নিয়ে ইফতার করেন।
×