ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এটিএম বুথের নিরাপত্তা কর্মীর খুনী পাকড়াও

প্রকাশিত: ০৬:১৬, ২৪ মে ২০১৮

এটিএম বুথের নিরাপত্তা কর্মীর খুনী পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সেনানিবাসে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথের নিরাপত্তা কর্মী শেখ তাহিদুল ইসলাম ওরফে নূরনবীকে হত্যাকারী রাসেল শেখ ওরফে নয়নকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২১ মে ঢাকা সেনানিবাস এলাকায় ইবিএল এটিএম বুথের নিরাপত্তা কর্মী তাহিদুল ইসলাম নুরনবীকে (২০) হত্যার ঘটনা ঘটে। র‌্যাব-১ এর একটি দল খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে মোঃ রাসেল শেখ ওরফে নয়নকে (১৯) গ্রেফতার করে। নয়নের পিতার নাম মোঃ হায়দার আলী। মায়ের নাম নাজমা বেগম। বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানাধীন খলিল নগরের পূর্বপাড়ায়। নয়ন আইকন ফর সিকিউরিটি সার্ভিস, শাহজাদপুর, গুলশান-২-এ কর্মরত ছিল। র‌্যাব জানায়, গত বছরের জুলাইতে বাগেরহাট পিসি কলেজের পার্শ্ববর্তী নদীতে নৌকা বাইচ দেখার সময় নয়নের সাইকেলে অসাবধানতাবশত আঘাত পেয়েছিল নিহত নুরনবী। এ নিয়ে বাকবিত-া হয়। নৌকা বাইচ শেষে ফেরার পথে নুরনবী তার বন্ধুদের নিয়ে রাসেল শেখকে বেধড়ক মারধর করেছিল। গত ২০ মে রাসেল পোস্টার লাগাতে ইবিএল এটিএম বুথে গিয়ে নুরনবীকে দেখে। পুরনো সেই ক্ষোভের প্রেক্ষিতে রাসেল উত্তেজনার বশবর্তী হয়ে নুরনবীকে হত্যা করে। হত্যার পর রাসেল ছোরাটি পাশের ড্রেনে ফেলে গাবতলী গিয়ে বাসে করে খুলনা চলে যায়।
×