ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাবারের পাত্র জানাবে

প্রকাশিত: ০৬:১৭, ২৪ মে ২০১৮

খাবারের পাত্র জানাবে

অনেক সময় আমরা খাবার খাওয়ার সময় বুঝতে পারি নষ্ট হয়েছে আবার অনেক সময় বুঝিই না। তাই এ সমস্ত সমস্যার সমাধান দিতে একটি নতুন ডিভাইস বাজারে আসছে, যার নাম ‘ওভি’। এটি একটি স্মার্ট ট্যাগ। যেটি সকল খাবারের তথ্য সংগ্রহ করে রাখে এবং সেই তথ্যের সঙ্গে মিলিয়ে হালনাগাদ তথ্য দেয় যে, খাবারের কি অবস্থা। অর্থাৎ কোন ব্যক্তির অজান্তে তার ফ্রিজে এমন কোন খাবার রয়ে গেল যা ধীরে ধীরে নষ্ট হচ্ছে। যদি কেউ মাঝে মাঝে ফ্রিজ খুলেন এবং যদি সেই ব্যক্তির চোখ সেই খাবারের প্যাকেট বা বক্সে যায় তবে ওই ব্যক্তি স্মার্ট ট্যাগ দেখে বুঝতে পারবেন খাবার কি অবস্থায় আছে। যদি ট্যাগটি সবুজ থাকে তবে বুঝবে খাবার ভাল আছে। আর যদি হলুদ হয়ে যায় তবে বুঝবে খাবার নষ্ট হতে দেরি নেই। আর লাল হয়ে যাওয়া মানে খাবার পুরোটাই নষ্ট। তাছাড়া এটা একটি স্মার্ট হোম ডিভাইস, যেমন এ্যামাজন এলেক্সার মতো ডিভাইসে যুক্ত হয়ে গ্রাহককে খাবারের ব্যাপারে কথা বলেই জানাবে। কেননা হোম ডিভাইসগুলো ঘরের বিভিন্ন তথ্য বলে থাকে। তেমনি ওভি এ্যামাজনের মতো ডিভাইসগুলোর সঙ্গে যুক্ত হয়ে গ্রাহককে জানাবে ফ্রিজের বা টেবিলের কোন খাবারের কি অবস্থা। কোনটা নষ্ট হচ্ছে নাকি নষ্ট হওয়ার পথে। তবে ওভি কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি এই ডিভাইস স্মার্টফোনের সঙ্গে পুরোপুরি যুক্ত হতে পারবে কিনা। তাহলে মানুষ ঘরের বাইরে থেকেও কিন্তু খাবার সম্বন্ধে খোঁজ নিতে পারত। যেহেতু এই ডিভাইস বা স্মার্ট ট্যাগটি এ্যাপের সাহায্যে কাজ করে, তাই এটা সামনে অবশ্যই হয়ত স্মার্টফোনে ব্যবহারের সুবিধা থাকবে। -ওয়েবসাইট
×