ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

মা-মেয়ে নাতনিসহ হত ১৬

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ মে ২০১৮

মা-মেয়ে নাতনিসহ হত ১৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে মা-মেয়ে ও নাতনি, বগুড়ায় পাঁচ লেগুনা যাত্রী, নওগাঁয় দুই আরোহী, পিরোজপুরে জেলা পরিষদ সদস্য, রংপুুরে দুই যাত্রী, ঠাকুরগাঁওয়ে আরোহী ও মাগুড়ায় দুই আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে স্কুল-শিক্ষিকাসহ পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামের হাফিজুর রহমান মোল্লার স্ত্রী জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে মাদারীপুর জেলার চরমুগুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একামনি (২২) ও একামনির শিশুকন্যা মাইসা (৩)। একামনি মাদারীপুর শহরের শকুনী লেক এলাকার বাসিন্দা মিন্টু তালুকদারের স্ত্রী। নিহত সেলিনা বেগমের ভাগ্নে মোঃ নাদিম হাসান জানান, বুধবার দুপুরে সেলিনা বেগম তার মেয়ে, ছেলে ও নাতনিকে নিয়ে কাশিয়ানীর পারুলিয়া গ্রামের বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রাম থেকে রওনা দেন। ইজিবাইকযোগে তারা ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রাস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সেলিনা বেগম ও নাতনি মাইসা নিহত হয়। আহত অবস্থায় মেয়ে একামনি, ছেলে বিশাল ও ইজিবাইকের চালক কামরুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একামনি মারা যান। কামরুল ও বিশাল সেখানে ভর্তি রয়েছে। বগুড়া অফিস ॥ শাজাহানপুর উপজেলায় বুধবার সকালে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়। আহতরা বগুড়া শজিমেক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলোÑ আনোয়ার হোসেন (২৫), মোখলেছুর রহমান (৫২), আরিফুল ইসলাম সুমন (৩০), রমজান আলী (৬০) ও ফারুক হোসেন (২৮)। হাইওয়ে পুলিশ জানায়, সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কৃষি কলেজের নিকট বীরগ্রাম সংলগ্ন পারটেকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দিকে যাওয়া একটি যাত্রীবাহী লেগুনা ঐ স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২/১৩ জন আহত হন। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে ২ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশ ওই সড়ক দুর্ঘটনায় মোট ৫ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা সকলেই লেগুনা পরিবহনের যাত্রী বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছি। এ সময় ট্রাক ও যাত্রীবাহী লেগুনাটি দ্রুতগতিতে যাচ্ছিল। নিহতদের পরিচয় নিশ্চিত করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল আজিজ ম-ল জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা মোট ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুপুর পর্যন্ত ৫ জন মারা যায়। আরও ৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নওগাঁ ॥ বুধবার দুপুর দেড়টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের কোমাইগাড়ী এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরবাইকের দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেনÑ শহরের আরজী নওগাঁ দপ্তরীপাড়া মহল্লার রেজাউন নবীর পুত্র অনিক ইসলাম ও একই মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে সোয়েব। নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, শহরের বাইপাস সড়কের কোমাইগাড়ী এলাকায় বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরবাইকের দুই আরোহী অনিক ও সোয়েব নিহত হয়েছে। পিরোজপুর ॥ জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান সিকদার মিঠু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের খুলনা-বরিশাল আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় তার মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে তিনি নিহত হন। নিহত কামরুজ্জামান সিকদার মিঠু (৩৮) পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমান সিকদারের পুত্র। জানা যায়, জেলা পরিষদ সদস্য মিঠু সকালে ব্যক্তিগত কাজের জন্য তার বাড়ি পাঁচপাড়া থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবার জন্য মোটরসাইকেলে পিরোজপুরে আসে। ফায়ার সার্ভিসের সামনে একটি ব্যাটারী চালিত অটোর সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া জানান, নিহত কামরুজ্জামান সিকদার মিঠুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। রংপুর ॥ পীরগঞ্জ উপজেলায় জগন্নাথপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি বাস জগন্নাথপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে উল্টে যায়। এতে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বলাকা উদ্যান কুমিল্লা হাড়ি নামক স্থানে বুধবার দুপুরে প্রাণ কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় রাজু মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিরল থানার মোঃ খায়রুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী রাজু মিয়া ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে যাচ্ছিল। এসময় প্রাণ কোম্পানির একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাগুরা ॥ মাগুরা-শ্রীপুর সড়কের সদর উপজেলার আঠারখাদা ইউপির বেনীপুরে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় রাজু শেখ (২৭) ও দুলাল ম-ল (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত রাজু মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গরবান্ধের কুলবাড়িয়া গ্রামের হাসান শেখের এবং দুলাল শ্রীপুর উপজেলার মালিথিয়া গ্রামের উজির ম-লের ছেলে। তারা দুজন মোটরসাইকেল আরোহী। এই ঘটনায় আরও একজন আহত হয়েছে। বাঁশখালী ॥ পৌরসদরের দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার এলাকায় একটি মাছ বোঝাই পিকআপের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত মাছ ব্যবসায়ী মোস্তাক আহমদ (৩৫) ও পিকআপ চালক মোঃ কামাল হোসাইন (৪০)কে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে সে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।
×