ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দরে ১৩ হাজার লিটার বিয়ার আটক

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ মে ২০১৮

চট্টগ্রাম বন্দরে ১৩ হাজার লিটার বিয়ার আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিদেশী বিয়ারের একটি বড় চালান চট্টগ্রাম বন্দরে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। ইতোমধ্যেই চালানটির কায়িক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে দেখা যায়, ঘোষণার সঙ্গে আমদানি পণ্যের কোন মিলই নেই। বুধবার কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন ও রিসার্চ (এআইআর) শাখা সূত্র জানায়, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও ট্রেড ইন্টারন্যাশনাল। মনোনীত সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছিল কাবেরি শিপিং। ঘোষণা অনুযায়ী আসার কথা ছিল কার্বোনেটেড ড্রিংকস, কোকো পাউডার এবং বেকিং পাউডারসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং ওই ধরনের পণ্য। কাস্টমস জানায়, ২০ ফুট আয়তনের একটি কন্টেনারে পাওয়া গেছে ১৩ হাজার ১৩১ লিটার বিয়ার। কায়িক পরীক্ষায় কন্টেনার থেকে বের করা হয় ১ হাজার ৯শ’ লিটার হ্যানিকেন বিয়ার, ৮১৭লিটার লেজার বিয়ার, ৭৯২ লিটার জিনজার বিয়ার, ১ হাজার ৪৯৯ লিটার পাওয়ার হর্স এনার্জি ডিংক, ৬ হাজার ৪৮ লিটার রেড বুল এনার্জি ডিংকস এবং বিভিন্ন ধরনের পানীয়। ঘোষণার সঙ্গে এ আমদানির কোন মিল পাওয়া যায়নি। আমদানি করা পণ্যগুলো নিষিদ্ধ না হলেও বেশ নিয়ন্ত্রিত পণ্য হিসেবে বিবেচিত, যা শুল্কহারও অনেক বেশি। আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি খালাস করে নিতে পারলে সরকারের বড় ধরনের রাজস্ব ফাঁকি হতো।
×