ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাকিবময় ঈদ

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ মে ২০১৮

শাকিবময় ঈদ

ঈদের সময়টায় দর্শকের বিনোদনের বড় মাধ্যম বাংলা ছবি। পৃথিবীর প্রায় সব দেশেই ধর্মীয় উৎসব উপলক্ষে চলচ্চিত্র মুক্তি পায়। সিনেমার ব্যবসাও উৎসবের কারণে বেশ ভালো হয়, কারণ এই সময়ে ছুটি থাকায় অধিকাংশ মানুষ বিনোদনের উদ্দেশ্যে সিনেমা দেখতে যায়। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। দেশের সবচেয়ে দামি নায়ক শাকিব খান। শুধু দামীই নন, সবচেয়ে স্টাইলিশ, স্মার্ট, হ্যান্ডসাম এমন আরও অনেক বিশেষণ নিমেষে জুড়ে দেয়া যায় তার নামের আগে। হালের সবচেয়ে ব্যস্ত অভিনেতাও তিনি। বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন এপার-ওপার দুই বাংলাতেই। বাংলাদেশ-কলকাতা দুই জায়গাতেই নিজের অবস্থান পাকা করে নিয়েছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় এই সুপারস্টার। সামনে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। আর ঈদ মানেই যেন শাকিব খানের ছবি। গত এক দশকে বোধহয় এমন কোনো ঈদ যায়নি, যে সময়ে শাকিবের একাধিক ছবি মুক্তি পায়নি। প্রতিটি ঈদই ছিল শাকিবময়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই বর্তমানে চলচ্চিত্রপাড়া ছবি মুক্তি নিয়ে সরগরম। আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত তিনটি ছবি। তাই বলা যায় আসন্ন ঈদে সিনেমা হলজুড়ে থাকবে শাকিব খানের রাজত্ব। এর মধ্যে রয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, আবদুল মান্নান পরিচালিত সাবেক তারকা দম্পতির ‘পাঙ্কু জামাই’ এবং আশিকুর রহমানের ‘সুপার হিরো’। দুটি ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। দুটি ছবিতে আলাদা আলাদাভাবে উপস্থাপিত হবেন শাকিব-বুবলী। এরই মধ্যে বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’। গত ১০ মে মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমাপড়ে ছবিটি। উত্তম আকাশ পরিচালিত ছবিটি গত রবিবার সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে বোর্ড এটিকে ছাড়পত্র দেওয়ার অনুমতি দেয়। জানা গেছে, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় ছবিটি। এতে কোন রকম অসঙ্গতি পাওয়া যায়নি। তাই সেন্সর কমিটি ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার জন্য নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কার্যদিবসের মধ্যেই ছাড়পত্র ইস্যু করে সংশ্লিষ্টদের দেওয়া হবে। চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ছবিতে নায়ককে দেখা যাবে চট্টগ্রামের বুলিতে, আর নায়িকার ঠোঁটে শোনা যাবে নোয়াখালীর আঞ্চলিক ভাষা। আর এরই মধ্যে এ ছবির ‘ও রানি’ শিরোনামের গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সবাই গানটি প্রশংসা করছে। শোনা যাচ্ছে, আগামী ঈদে দেশব্যাপী মুক্তি দেয়া হবে রোমান্টিক ও কমেডি গল্পের এই ছবিটি। গত সপ্তাহে ছবিটির টাইটেলগান প্রকাশ হয়। এ ছবিতে আরও আছেন তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। অন্যদিকে সুপারহিরো একটি মিশন নির্ভর ছবি। ছবিটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘সুপার হিরো’ দারুণ গল্প। এতে তাকে এ্যাকশন মুভমেন্টে দেখা যাবে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব-অপুর ‘পাঙ্কু জামাই’। দুই বছর আগে শুটিং শুরু হলেও শাকিব ও অপুর দাম্পত্যের নানা জটিলতায় ‘পাঙ্কু জামাই’ সিনেমার কাজ শেষ করতে দেরি হয়। সবকিছু ঠিক থাকলে কমেডি ধাঁচের গল্পে নির্মিত ‘পাঙ্কু জামাই’ ছবিটি আসছে ঈদেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল ‘পাঙ্কু জামাই’ সিনেমার। শাকিব-অপুর সম্পর্কের নানা জটিলতা মধ্যে গত বছর অপু তার শুটিং আর শাকিব ডাবিং শেষ করে দেয়ার পর ছবিটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়। ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান। সবকিছু ঠিক থাকলে এই ঈদে শাকিব খানের দখলে থাকবে সিনেমা হলগুলো। এখন দেখার বিষয় আসছে ঈদে শাকিব খানের কোন সিনেমাটি দর্শকদের মন জয় করতে পারে।
×