ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়াস চরিত্র পছন্দ : সজল

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ মে ২০১৮

সিরিয়াস চরিত্র পছন্দ : সজল

ছোটপর্দার দর্শকনন্দিত ও জনপ্রিয় ‘সুপার হিরো’ খ্যাত অভিনেতা আবদূন নূর সজল। দীর্ঘদিনের ক্যারিয়ারে বহুমাত্রিক চরিত্রেই অভিনয় করেছেন তিনি। আর প্রশংসিতও হয়েছেন বেশ। নিজেকে বৈচিত্র্যময় চরিত্রে উপস্থাপনের ক্ষেত্রে বরাবরই এগিয়ে জনপ্রিয় এই অভিনেতা। বিশেষ দিবস কিংবা ঈদে তার অভিনীত নাটক মানেই যেন দর্শকের জন্য ভিন্ন কিছু। সেই ধারাবাহিকতায় আসছে ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। আর সেই ঈদ ব্যস্ততা নিয়ে আনন্দকণ্ঠের সঙ্গে কথা বলেন তিনি। সম্প্রতি নিউইয়র্কে ঢালিউড মিউজিক এ্যান্ড ফিল্ম এ্যাওয়ার্ডের ১৭তম আসরে সেরা অভিনেতা- খেতাব পেয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। রুমান রুনির অন্ধজনে অন্ধক্ষণে নাটকে অনবদ্য অভিনয়ের জন্য সজল এ পুরস্কার পান। এ্যাওয়ার্ড প্রসঙ্গে সজল বলেন, অদ্ভুত এক অনুভূতি! ‘অন্ধজনে অন্ধক্ষণে’ নাটকটি আমার খুবই পছন্দের। নাটকটির জন্য পুরস্কার পেয়েছি খুবই ভাল লাগছে। এত ভাল লাগছে যে মনের অনুভূতি ব্যক্ত করা যাবে না। সবাই আমাকে রোমান্টিক হিরো হিসেবে জেনে আসছে এতদিন। তবে আমি রোমান্টিক গল্প থেকে বেরিয়ে এখন ব্যতিক্রম গল্পে কাজ করি। প্রতিনিয়ত নিজেকে ভেঙ্গে নতুনভাবে আবিষ্কার করি। পুরষ্কার পেয়ে দায়িত্ব বেড়ে গেছে বলে সজল মনে করেন। তিনি বলেন, সামনে আরও ভাল ভাল কাজ করতে হবে। দর্শকদের মনে দাগ কাটার মতো কিছু গল্পে কাজ করতে চাই। সজল এখন ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের কাজ নিয়ে এরই মধ্যে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে আজাদ আল মামুন এর ‘শেষ পৃষ্ঠা’, মোহন খাঁনের ‘তোমাকেই খুঁজছি, কৌশিক শংকর দাশের ‘ও ডেডি’ এবং মৃত্তিকা মিরাজের ‘স্কুইম্যান’। এছাড়াও আরও বেশ কিছু নাটকে দেখা যাবে বলে সজল আনন্দকণ্ঠকে জানান। ‘শেষ পৃষ্ঠা’ নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘শেষ পৃষ্ঠা’ কথাটি দিয়ে বুঝায় গল্পের শেষ। সেটা হতে পারে মধুর অথবা হতে পারে কষ্টের। জীবন পাতারও শেষ পৃষ্ঠা থাকে। থাকে আনন্দ আবার থাকে বেদনা। তেমনি পাওয়া না পাওয়ার একটি গল্প শেষ পৃষ্ঠা। এক প্রান্তে কেউ একজন না পাওয়ার কষ্টে ব্যাকুল, আবার অন্য প্রান্তে দু’জন মানুষের পাওয়া এবং এক হওয়ার মধুরতা। আর এমনই একটি গল্প নিয়ে ঈদুল ফিতরের জন্য ‘শেষ পৃষ্ঠা’ নামের টেলিছবি নির্মাণ করলেন নির্মাতা আজাদ আল মামুন। ফ্যাক্টর থ্রি সল্যুশনসের ব্যানারে নির্মিত, জেড এস মাল্টিমিডিয়া প্রযোজিত টেলিছবিটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। সজল আরও বলেন, প্রতিটি নাটকেই দর্শক ভিন্নতা খুঁজে পাবে। আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। এখন দর্শকের ভাল লাগলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। বাণিজ্যিক ও গল্প নির্ভর সিনেমা দুটোর ঘরানার মধ্যে কোনটির জন্য নিজেকে উপযুক্ত ভাবেন? জানতে চাইলে সজল আনন্দকণ্ঠকে বলেন, আমার কাছে মনে হয় কোন ঘরানা বলতে কিছু নেই। নাটকের ক্ষেত্রেও, চলচ্চিত্রের ক্ষেত্রেও। আমার কাছে মনে হয় ভাল গল্পের ভাল নাটক নির্মাণ মুখ্য বিষয়। প্রতিটি অভিনেতার জীবনে একটি স্বপ্নের চরিত্র থাকে। এ রকম কোন স্বপ্নের চরিত্র আছে যা এখনও করতে পারেননি? আমার সিরিয়াস চরিত্র পছন্দ। এ রকম চরিত্রে বেশ কাজ করেছি। কিন্তু এখনও মনে হয় এ রকম আরও অনেক চরিত্র রয়েছে যেগুলো মাটি মানুষের গল্প। এ রকম চরিত্রে কাজ করার অনেক ইচ্ছে আছে। যেমন শ্রমিকের চরিত্রে, দিনমজুর চরিত্রে কাজ করার ইচ্ছা আছে। দিনমজুরের একটা চরিত্রে কাজ করেছি গ্রামের। তবে শহরেও অনেক দিনমজুর রয়েছে সেই সব দিনমজুরের চরিত্রে কাজ করতে চাই। হকারের চরিত্রে কাজ করার আগ্রহ আছে। আমাদের আশপাশে যে চরিত্র দেখা যায় সেই সব চরিত্রে কাজ করতে চাই। আমাদের চারপাশে হাজারও গল্পের চরিত্র রয়েছে। খেটে খাওয়া মানুষদের নিজস্ব একটা গল্প থাকে ঐ গল্পগুলো অনেক সময় শোনার সুযোগ তৈরি হয় না এরকম চরিত্রে কাজ করতে চাই।
×