ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিবেদিত রবীন্দ্রসঙ্গীতশিল্পী নন্দিতা মুখার্জী

প্রকাশিত: ০৭:১১, ২৪ মে ২০১৮

নিবেদিত রবীন্দ্রসঙ্গীতশিল্পী নন্দিতা মুখার্জী

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের তরুণ রবীন্দ্রসঙ্গীতশিল্পী নন্দিতা মুখার্জী। রবীন্দ্রসঙ্গীতে নিবেদিত প্রাণ এই শিল্পী বৈবাহিক কারণে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে থেকেও সঙ্গীতে নিরন্তর সাধনা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার ৩টি রবীন্দ্র সঙ্গীতের একক এ্যালবাম রিলিজ হয়েছে। কিছুদিন আগে লেজার ভিশন থেকে বের হয়েছে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’। রবীন্দ্র সঙ্গীতের আরও একটি একক এ্যালবাম রিলিজ হয় গত পঁচিশে বৈশাখের পর পরই। তাছাড়া এ বছরই নতুন এ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন এই শিল্পী। গানের চর্চার পাশাপাশি লন্ডনে টিভি, রেডিওসহ স্বনামধন্য সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ছোটবেলা থেকেই পারিবারিক সাংস্কৃতিক পরিম-লে বেড়ে ওঠা এবং মাত্র সাড়ে তিন-চার বছরেই বাবার কাছে সঙ্গীতে হাতেখড়ি। বাবা কাজল কুমার মুখার্জী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও বাফার শিক্ষক। বাবার পরই শিল্পী স্বপন দত্তর কাছে শেখা। ক্লাস ফাইভ থেকে শুরু হয় বাফায় প্রাতিষ্ঠানিক রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। এখানে রবীন্দ্রসঙ্গীত ও উচ্চাঙ্গসঙ্গীত শিক্ষক হিসেবে পেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী তপন মাহমুদ, শিল্পী মঙ্গল চন্দ্র ম-লকে। পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতে তালিম নেন বরেণ্য শিল্পী মিতা হকের কাছে। ছোটবেলা থেকেই বিটিভিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন। গান নিয়ে যা কিছু অর্জন তা সম্ভব হয়েছে মা এবং বাবার ঐকান্তিক ইচ্ছার কারণেই। তড়িৎ প্রকৌশলীতে গ্র্যাজুয়েশন করার পরপরই বিয়ের সুবাদে ইংল্যান্ড চলে চান। সেখানে যাওয়ার পর গানের চর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। রবীন্দ্রসঙ্গীত চর্চা প্রসঙ্গে নন্দিতা মুখার্জী বলেনÑ রবীন্দ্রনাথের গান আমার আশ্রয়। আমার কাছে তারুণ্য মানেই রবীন্দ্রনাথ। ছোটবেলা থেকেই দেখছি মা-বাবা রবীন্দ্রানুরাগী, যা আমাকে রবীন্দ্রনাথের গানের প্রতি আরও অনেক উৎসাহিত করেছে। একজন তরুণ শিল্পী হিসেবে দর্শকদের কাছে. গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে. ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত এ বছরই শিল্পী হিসেবে দেখতে চান। সে লক্ষ্যেই নিরন্তর সাধনা চালিয়ে যাচ্ছেন তিনি। শিল্পী নন্দিতা মুখার্জী তার সাধনা, নিষ্ঠা এবং সঙ্গীতের প্রতি তার ভালবাসার মাধ্যমে এগিয়ে যাবেন কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×